কলকাতা ব্যুরো: অবশেষে নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে সক্রিয় হতে চলেছে বর্ষা৷ সোমবার থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ আগামিকাল থেকে ঝেঁপে বৃষ্টি নামবে দক্ষিণ ২৪ পরগনা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, সাগরে৷ সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া৷ এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া একদমই নিরাপদ নয়৷ আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত তাঁদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে চলেছে৷ যা সোমবারের পর আরও শক্তি বাড়াতে পারে৷ শক্তি বাড়িয়ে নিম্নচাপটি ওড়িশা ও বাংলা উপকূলের মাঝে স্থলভাগে প্রবেশ করতে পারে৷ তার জেরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে৷ সেই সঙ্গে গাঙ্গেয় বঙ্গের বর্ষা ভাগ্য খুলতে চলেছে৷ নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন জেলায় জোরালো বৃষ্টি হবে৷ কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে৷ মিলতে পারে দমকা হাওয়া৷

আগামিকাল সোমবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে৷ মঙ্গলবার ওই জেলার পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে৷ বুধবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টি হতে পারে৷ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়ায়৷ বৃহস্পতিবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে৷ এই ক’দিন উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে৷ আগামী ৮ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত উপকূলে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ ৭ তারিখ রাতের মধ্যেই সমুদ্র উপকূল থেকে মৎস্যজীবীদের ফিরে আসতে বলা হয়েছে৷ পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলাকালীন সেই এলাকার বাসিন্দাদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷ ওই চারদিন জারি থাকবে লাল সতর্কতা৷

Share.
Leave A Reply

Exit mobile version