শেয়ার বাজারে বিনিয়োগের জন্য যোগাযোগ
মৈনাক শর্মা
8759689108 (call and WhatsApp)

টানা পঞ্চম দিন উপরে যাওয়ার পর আজ অধিক লভ্যাংশ নেওয়ার প্রবণতায় নীচের দিকেই বন্ধ হল শেয়ার বাজার। মিশ্র বিশ্ব রাজনীতির ইঙ্গিত সত্ত্বেও বাজার ইতিবাচক ভাবে দিন শুরু করলেও দিনের শেষে নিতিবাচক দুই সূচকেই।

চিনে আবার বাড়তে থাকা করোনা সমস্যার ফলে শেয়ার বাজারে র দ্বিতীয় সেশনে সবচেয়ে বেশি বিক্রির প্রবণতা বাড়ে। BSE সেনসেক্স দিনের সর্বনিম্ন ৫৫৪১৮ থেকে ৩৫৮ পয়েন্ট বেড়ে ৫৫৭৭৬ এ বন্ধ হওয়ার আগে, ৭০৯.১৭ পয়েন্ট বা ১.২৬ শতাংশ কমে। এবং নিফটি ফিফটি দিনের সর্বনিম্ন ১৬৫৫৫ থেকে ১০৮ পয়েন্ট বেেড়ে বন্ধ করার আগে, ২০৪.৩০ পয়েন্ট বা 1.23 শতাংশ কমেছে ।

রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিরতি হলেও গ্যাস আমদানি স্থগিতের পাশাপাশি রাশিয়ার ওপর নতুন আর্থিক ও বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করায় বিশ্ব ইকুইটি বাজার তার গতি হারিয়েছে। যা বাজারের বৃদ্ধির লক্ষ্যে একটি ধাক্কা।হিন্দালকো ইন্ডাস্ট্রি, ওএনজিসি, টাটা স্টিল, কোল ইন্ডিয়া এবং জেএসডব্লিউ ইস্পাত শীর্ষস্থানীয় নিফটি ক্ষতিগ্রস্থদের মধ্যে ছিল, যেখানে লাভবান স্টক টাটা কনজিউমার প্রোডাক্ট, এমঅ্যান্ডএম, সিপলা, শ্রী সিমেন্টস এবং মারুতি সুজুকি।

অন্যদিকে বেশ পজেটিভ রিটার্ন দেয় FCL।২৬.৭৩ কম্পাঙ্কের মাত্রা ছিল ইন্ডিয়া ভিক্স এ ফলে বর্তমানে আবার নীচে যাওয়াতে আপাতত পঞ্চাশ শতাংশ লাভ তুলে নিয়ে হবে। তবে, নিফটি ১৭০০০ স্তরের উপরে বন্ধ না হওয়া পর্যন্ত বুল রানের আশা করা উচিত নয়। NIFTY যদি আবার ওঠে তবে ১৭৪৫ থেকে – ১৭৫০০ স্তরের জোনে প্রাথমিক আশা করা যেতে পারে।

Share.
Leave A Reply

Exit mobile version