শেয়ার বাজারে বিনিয়োগের জন্য যোগাযোগ
মৈনাক শর্মা 8759689108 (Call and WhatsApp)

চঞ্চলতা দিয়েই দিনের শুরু করে ভারতীয় শেয়ার বাজারের দুই সূচক। Sensex ২৩১.২৯ শতাংশ উপর দিয়েই শুরু করে দিনের শেষে যায় ৫৭,৫৯৩,৪৯ এর ঘরে , যেখানে Nifty ৬৯ পয়েন্ট বেড়ে যায় ১৭২২২ এর ঘরে। দিনের শুরু নেগেটিভ হলেও দিনের শেষে লাভের মুখ দেখে বিনিয়োগকারী রা। লাভের দিকে নিয়ে যেতে সাহায্য করে রিলায়েন্স FMCG।

তবে ১৭০০০ থেকে ১৭,৪৫০ এর রেঞ্জ কে না পার করলে বুলরানের আসা থাকবে না। ইন্ডিয়া ভিক্স এ কম্পাকের মাত্রা ২২.৬১ যা বুল রানের সংকেত দিলেও আপাতত সেই পার্শ্ববর্তী এলাকায় ঘুরছে বাজার।

আজ ১৭১৮২ র ঘর থেকে শুরু করে Nifty। দিনের সর্বোচ কম যায় ১৭০০৪ এর দিকে। যা পরে প্রায় ২০০ পয়েন্ট বেড়ে intraday বা একদিনের কেনা বেচার সর্বোচ্চ যায় ১৭২৩৫।

তবে বিশেষত্ব হলো এই সপ্তাহের সেরা স্টক গুলীর মধ্যে থাকবে ভারতীয়র এয়ারটেল । Airtel এ স্টপ লস হবে ৬৯৫। দ্বিতীয় স্থানে রয়েছে Globus sprits যায় স্টপ লস হবে ১৪৬০। কিছু দিনের মধ্যেই এই দুই স্টকে ৮ থেকে ১০ শতাংশ লাভ দিতে পারে। তবে বিনিয়োগের আগে নিজের বিবেচনা অব্যসই করতে হবে।

Share.
Leave A Reply

Exit mobile version