কলকাতা ব্যুরো: করোনা লকডাউন শুরু প্রায় সাত মাস পরে শর্ত সাপেক্ষে সুইমিংপুলগুলি ব্যবহারের অনুমতি দিলো কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। কেন্দ্রের দেওয়া বিধি মেনে এবার থেকে জলে নামতে হবে সাঁতারু, কোচ এবং এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের।

জলে নামার ৪৫ মিনিট আগে সুইমিং পুলের জলে ক্লোরিন লেভেল মাপতে হবে। একসঙ্গে সর্বোচ্চ ২০ জন নামতে পারবেন ৫০ মিটার দীর্ঘ ১০ লেনের পুলে। শুক্রবার এই বিধি জারি করে কেন্দ্রীয় সরকার ৫০ মিটার, আট লেনের পুলের ক্ষেত্রে ১৬ জন একসঙ্গে নামতে পারবেন। তবে যাবতীয় কর্মকাণ্ড কনটেইনমেন্ট জোন এর বাইরে করতে হবে। এছাড়া জলে নামার আগে সাঁতারুদের দেহের তাপ মাত্রা পরীক্ষা করতে হবে।

Share.
Leave A Reply

Exit mobile version