কলকাতা ব্যুরো: রাজ্যে যখন শাসন ক্ষমতায় ছিল, তখন যেভাবে দল বনধ ডাকলে গায়ের জোরে দোকানপাট বন্ধ করে দিত সিপিএম, তৃণমূল শাসনেও প্রায় একই ছবি দেখা গেল সল্টলেকে। বৃহস্পতিবার সল্টলেকের পি এন বি মোড়ে একটি বেনফিশের স্টল জোর করে বন্ধ করে দেয় ধর্মঘটিরা। অভিযোগ, কিছু কর্মী সিপিএমের সমর্থকের নামাবলী গায়ে জড়িয়ে, প্রতিবন্ধীদের চালানো ওই স্টল বন্ধ করতে যান। কিন্তু মালিক স্টল বন্ধ করতে আপত্তি জানায়।
সেখানে লুটপাট চলে বলে অভিযোগ। এমনকি প্রতিবন্ধী ওই স্টল মালিককে মারধর করা হয় বলেও অভিযোগ। এ ব্যাপারে থানায় অভিযোগ জানাতে গেলেও, পুলিশ এখানে রাজনৈতিক দলের গায়ে খুব বেশি আঁচড় লাগতে দেয়নি। সামনে বিধানসভা ভোটের আগে পুলিশও এখন বিরোধীদের কিছুটা তোয়াজ করছে কিনা সেই প্রশ্ন উঠছে। কারণ রাজ্যে এবার যথেষ্টই শক্তসমর্থ বিরোধী শিবিরও।
মারধর এবং লুটপাটের অভিযোগে এফআইআর না করে স্রেফ জিডি করেই ছেড়ে দেয় পুলিশ। ফলে শ্রমিকদের জন্য ডাকা ধর্মঘটের নামে আবার জুলুমের অভিযোগ উঠল সিপিএমের মুষ্টিমেয় কিছু লোকের বিরুদ্ধে। যদিও সিপিএমের রাজ্য নেতারা বলেছেন, জোর করে তারা কোথাও ধর্মঘট পালন করার চেষ্টা করেননি কর্মীরা। স্বেচ্ছায় ধর্মঘটে অংশ নিয়েছেন মানুষ। যদিও ভিডিও ফুটেজ কিন্তু বলছে অন্য কথা।
 
		 
									 
					

