কলকাতা ব্যুরো: ওয়েডনেজডে ( A Wednesday) ছবির পরিচালক নীরজ পাণ্ডের পরিচালনায় হট স্টার অ্যাপ এ অনেকদিন হলো মুক্তি পায় স্পেশাল অপস ওয়েব সিরিজটি। পূর্ণ একটি ওয়েব সিরিজ। ২০০১ এ একটি জঙ্গী গোষ্ঠী দ্বারা ভারতের পার্লামেন্ট আক্রমণ নিয়ে তৈরি এই ধারাবাহিক। মোট আটটি এপিসোড। গুলিগোলা, নাচ, গান আর ফ্যামিলি ড্রামা সব পাবেন এখানে। মজা আছে, কমেডি আছে আর আছে তরুণ তরুণীর মিষ্টি প্রেম। পরিবার – পরিজন মিলে একসঙ্গে দেখতে পারেন । ভালো লাগবে। নায়ক নায়িকা সবাই বলিউড স্টার – কেকে মেনন, দিব্যা দত্ত প্রমুখ। প্রথম ৪ – ৫ টি পর্ব একটু স্লো হলেও শেষ পর্ব গুলিতে চোখের পলক ফেলতে পারবেন না।

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ ( RAW ) এর বড় কর্তা হিম্মত সিং। বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারতের গোয়েন্দা সংস্থার হয়ে কর্মী নিয়োগ ও তাদের কাছ থেকে খবর নেওয়া আর পরামর্শ দেওয়া কাজ হিম্মতের। ভারতে বসেই সে কাজ সারেন হিম্মত। আর অদ্ভুত এক তত্ত্ব তার। ২০০১ এ যে পার্লামেন্ট আক্রমণ হয় তাতে ৫ নয়, ৬ জন জঙ্গী ছিল। ৫ জন ধরা পড়লেও ৬ নম্বর জঙ্গী পলাতক। আর সেই নাকি দলের পান্ডা ছিল। পলাতকের নাম ইকলাখ খান। কখনো পাকিস্তান কখনো দুবাইযে তার আসা যাওয়া। আর তাকে ধরার জন্যই দিন রাত এক করে লেগে আছেন হিম্মত। ইতিমধ্যে ভারতে টাকা ওড়ানোর অভিযোগে হিম্মতের বিরুদ্ধে তদন্ত কমিটি বসেছে। হিম্মত তাদের বুঝিয়ে পারেন না যে সব গোয়েন্দারা ভারতের হয়ে বিদেশে কাজ করেন তাদের দেখভাল করতে টাকা তো লাগবেই। একদিকে তদন্ত কমিটিকে সামলাতে হচ্ছে আর অন্য দিকে ইকলাখ-র খবর সংগ্রহ করতে হচ্ছে। দেশে বিদেশে খুন খারাবি লেগেই আছে। সবই হাসি মুখে সামলান হিম্মত। সামলান নিজের পরিবার। এমন কি খবর রাখেন তার মেয়ের প্রেমিকের ব্যাপারেও।

এর মধ্যে আবার দেশের মধ্যেও শত্রু আছে হিম্মতের। দিল্লির সাউথ ব্লকের এক মন্ত্রীর দুর্নীতি জানতে পারে হিম্মত। মন্ত্রী ছেড়ে দেবেন কেন ? সুপারি কিলার লাগিয়ে মারতে চায় হিম্মতকে। কিন্তু কৈ মাছের জান। বেঁচে ফেরে হিম্মত। এদিকে ইকলাখকে মারার সব বন্দোবস্ত করে ফেলেছে হিম্মত তার দেশে বিদেশে ছড়িয়ে থাকা গোয়েন্দা সংস্থার তরুণ তরুণীদের কাজে লাগিয়ে। পারবে কি হিম্মত ? চোখ রাখুন হট স্টার অ্যাপে।

তবে কিছু জায়গায় বিশ্বাসযোগ্যতার অভাব আছে । উটের পায়ের তলায় পিষে দেওয়া হলো বিশ্বাসঘাতক জঙ্গিকে, আবার হিম্মত এর লোক তাকেই উদ্ধার করলো। বা নাইট ক্লাবে কোটি কোটি টাকা ওড়াচ্ছে হিম্মতের এজেন্ট। তবে এ সব ওয়েব সিরিজে টেকেন ফর গ্র্যান্টেড বলেই ভেবে নিয়ে দেখতে হয়।

তবে অভিনয় অসাধারণ কেকে মেনন ওরফে হিম্মত সিংয়ের । মনোজ বাজপায়ির ‘ আইরা ‘ বা তাপসী পন্নুর ” নাম শাবানা ” ছবিগুলির কথা মনে করিয়ে দেবে। এই ছবিগুলোও ভারতের RAW এর মিশনের ওপর তৈরি। কিন্তু এতটা খুল্লাম খুল্লা অপারেশন আর কোথাও দেখানো হয়েছে কিনা জানা নেই।

Share.
Leave A Reply

Exit mobile version