ছোটবেলায় কাকা-পিসি, দাদু-দিদা, মা-বাবা, পাশের বাড়ির জ্যাঠা আরও কত মানুষ… এই Common জ্ঞানটা সুযোগ বুঝেই গলিয়ে দিত কানের ফুটোতে –
” পড়া শোনা করে যে,
গাড়ি ঘোড়া চড়ে সে।”
যত্ত সব ফালতু জ্ঞানগুলো মনে ঘুরপাক খেলে গুরুজন বলে বন্ধুমহলের adjective-গুলো মুখে এসেও আবার পেটে চলে যায়, কেননা তাদের দেওয়া জ্ঞানবৃক্ষের ফলে আমরা adjustable human being…

ওই তো সেদিন হাড়ু দা, পাঁচু মন্ডল, নেড়ু হালদার, খোকন চক্রবর্তী দল বেঁধে জনা বিশেক সেজে গুজে পাংশুটে মুখে বোরো অফিসের সামনে দাঁড়িয়ে, আমি ভাবলাম পাড়ার কোন অভিযোগ জানাতে এসেছে, আমাকে দেখতেই বলে ওঠে… তুইও দিবি !

হকচকিয়ে, জানতে পারলাম দুটো অস্হায়ী ঝাড়ুদার-এর ফর্মাল ইন্টারভিউ – লাইনে দাঁড়িয়ে লোকাল পুত্তুর জনা ত্রিশ, সব্বাই প্রায় ১০+২+২, কেউ কেউ (১০+২+৩)+২ এর সিল মারা কাগজ মুরগির ডিমের মতো বহুদিন ধরে তা দিয়ে আসছে। কিন্তু…. আজ Councillor recommended ঝাড়ুদার-র কঠিন পরীক্ষা।

এবার আপনারা ভাবুন…. এই special ঝাড়ুদার হওয়ার জন্য কত্ত ছাপা অক্ষরের সাথে নিজেদের Adjust করতে হয়েছে, আর কতো কালির দাগ কাটতে হয়েছে। Bonus তো কত কিছু আছেই…. অথচ এরাই বই-খাতার কালে বাড়ির ঝাঁটা পর্যন্ত ছুঁয়ে দেখেনি, আজ ঝাড়ুদার পদপ্রার্থী।

আপনারা ভাবতেই পারেন, আমি তাদের খিল্লি ওড়াচ্ছি… আসলে কথাটা হল শুধু বই-এ মুখ গুঁজে থাকলেই চলেনা, উপরওয়ালার দেওয়া হাত-পাকে কাজে লাগাতে হয়। সমাজে ওই বকচ্ছপেরা বেকার, যাদের মানসিকতা বেকার। পড়ালেখা করলেই আজকের দিনে সরকারের চাকর হওয়া যায়না, সাথে মাল্লু – মেরিট্ দুটোই লাগে, নাহলে Fooding Source বাবার পেনশন।

হাফ মেরিটোরিয়াস পাবলিকরা চাকরির লটারি কাটতে কাটতে চাকরির বয়স শেষ করে ফেলে বৃদ্ধ বাপ-মাযের সে অবলম্বন নাকি বাপ-মা তার অবলম্বন এই প্রশ্ন ঝুলে থাকে।

আপনারা ভাবতেই পারেন, আমি যে এত বলছি, আমি নিজে কি ? আমি একজন (10+2+3) Skilled Labour, বৃদ্ধ বাপ-মার অবলম্বন আমি। সমাজে কলম ঘষে যদি কিছু না হয়, তাই হাতে-কলমে ঘষে দাঁড়িয়ে গেছি।

তাই বলি নিজের হাত… জয় জগন্নাথ।

— তন্ময়

Share.
Leave A Reply

Exit mobile version