মায়ের খোঁজে সারাদিন দো’তলা থেকে একতলায় ফোন ও হোয়াটসঅ্যাপ করেছিলেন ছেলে
ব্রেন স্ট্রোকেই মৃত শর্বরী দত্ত, রিপোর্ট ময়নাতদন্তে
কলকাতা ব্যুরো: ডিজাইনার শর্বরী দপ্তর রহস্য মৃত্যুতে যবনিকা পরল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট জানার পর। শুক্রবার বিকেলে তার ময়না তদন্তের পর প্রাথমিকভাবে জানানো হয়েছে, সরি ব্রো ভাস্কুলার এক্সিডেন্ট অর্থাৎ ব্রেন স্ট্রোকে মারা গিয়েছেন বিখ্যাত ডিজাইনার। চিকিৎসকরা বলছেন, প্রেসার বেশি থাকলে কিংবা মানসিক চাপ বেশী থাকলে, অনেক সময় শৌচাগারে বসার পর এই ধরনের স্ট্রোক বেশি হয়।
চিকিৎসকদের এই বক্তব্যের পর শর্বরী দত্তের মৃত্যুর রহস্য আপাতত কাটলো বলেই মনে করছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে শর্বরী দত্তর খবর জানা যায়। বাড়ির শৌচাগারে তিনি প্রায় ৩০ ঘন্টা ধরে নিখোঁজ থাকার পর দেহ পায় তার পরিবার। রাতেই পুলিশ দেহ নিয়ে যায়। যদিও কড়েয়া থানার ব্রড স্ট্রিট যে বাড়িতে তিনি থাকতেন, তার ছেলে ও তার পরিবার বসবাস করে। নিচের তলায় মা বুধবার সন্ধ্যার পর থেকে বৃহস্পতিবার সারাদিন তার ঘরের দরজা বন্ধ করে ছিলেন। ছেলে মায়ের খোঁজ নিতে দো’তলা থেকে একতলায় ফোন করেছেন। করেছেন হোয়াটসঅ্যাপ। কিন্তু কোন উত্তর পাননি। অথচ বৃহস্পতিবার রাতের আগে পর্যন্ত দো’তলা থেকে নিচে নেমে এসে মায়ের খোঁজ নেবারও প্রয়োজন বোধ করেননি।
এমন ঘটনা আজকের দিনে একা থাকা বয়স্কদের জন্য যথেষ্ট ভাবনার বলেই মনে করছে পুলিশ। কলকাতা শহরে বহু বৃদ্ধ-বৃদ্ধা একাই বাস করেন। তাদের ক্ষেত্রেও দেখার তেমন কেউ থাকে না। কিন্তু প্রসিদ্ধ ডিজাইনার শর্বরী দত্তের ছেলে এবং তার পরিবার একই বাড়িতে থাকতেন। কিন্তু মা প্রায় ৩০ ঘন্টা কোনো সাড়া না দিলেও তাকে সামনে গিয়ে দেখার বা খোঁজ করার প্রয়োজন বোধ করেননি তার ছেলে।

Share.
Leave A Reply

Exit mobile version