কলকাতা ব্যুরো: প্রতিবছরই শিয়ালদা, হাওড়া, আসানসোলের মত বড় রেল স্টেশনগুলি আলোর মেলায় সাজিয়ে তোলে রেল কর্তৃপক্ষ। এবারেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু ব্যতিক্রম শূন্যতায়।
এখনো পর্যন্ত এ রাজ্যে লোকাল ট্রেন চালু হয়নি। ফলে দেশের অন্যতম দুই ব্যস্ত স্টেশন এখন যাত্রী শূন্য। অন্যান্য বছর শিয়ালদা এবং হাওড়া স্টেশনে পুজোর আগেই নেমে বসে পড়েন শতশত ঢাকি।

তাদের ঢাকের আর তাশা, কাসির বোলে গমগম করে গোটা এলাকা। এখান থেকেই পুজো উদ্যোক্তারা বায়না করে তাদের নিয়ে যান ক্লাবে। কিন্তু এবার সেখানে শুধুই শূন্যতা। নেই ঢাকি, নাকি নেই উদ্যোক্তা। কারণ লোকাল ট্রেনই তো চলছে না। শুধু স্টেশনের উচু বাড়িগুলি ভরে উঠেছে আলোয় আলোয়। প্রায় নিঃশব্দ চারদিক।

Share.
Leave A Reply

Exit mobile version