সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট

আজকের উল্লেখযোগ্য খবর হলো, আদানি গোষ্ঠী পৃথিবীর সর্ববৃহৎ সোলার পাওয়ার অপারেটর হিসাবে বিবেচিত হলো। এই বছরের জুন মাসে ৮ গিগাওয়াটস সৌর বিদ্যুৎ কোম্পানি যার আনুমানিক মূল্য হল ৪৫ হাজার কোটি টাকা। আদানি গোষ্ঠীর বর্তমান আনুমানিক মূল্য ১৬.৭ বিলিয়ন ডলার ( ১লা সেপ্টেম্বর, ২০২০ ), যা ৩০শে মার্চ ২০১৪ ছিলো ৫.১ বিলিয়ন ডলার। সম্প্রতি মুম্বাই এয়ারপোর্ট ডেভলপমেন্টের কাজটিও তাদের দখলে যায়। এই নিয়ে মোট ৭ টি বিমান বন্দরের ডেভেলপমেন্ট-র দায়িত্ব পেল আদানি গোষ্ঠী। আশ্চর্যজনক ভাবেই খুব অল্প সময়ের মধ্যে আদানি গোষ্ঠীর নাম শীর্ষে উঠে আসে। কোম্পানির চেয়ারম্যান গৌতম আদানির আগ্রাসী মনোভাব এই সাফল্যের কারণ বলে মনে করা হয়। যদিও বিরোধীদের দাবি, কেন্দ্রের বিজেপি সরকারের পৃষ্ঠপোষকতাই এই উত্থানের নেপথ্যে রয়েছে।

আজ দিনের শেষে বাজার বন্ধ হয় নিফটি (NIFTY) ১১৫২৭.৪৫ (-৭.৫৫) পয়েন্ট , সেনসেক্স (SENSEX) ৩৮৯৯০.৯৪ (৯৫.০৯) পয়েন্ট এবং ব্যাঙ্কিং সূচক (BANK NIFTY) ২৩৫৩০.৮৫ (-৩৪৩.৭০) পয়েন্ট নিচে।

আগামীকাল ও বাজার নিম্নমুখি হওয়ার সম্ভাবনা বেশি। আমরা এ মাসের প্রথম থেকেই বলে আসছি ব্যাঙ্ক শেয়ার এ নিবেশ থেকে সজাগ থাকুন। আজকের ব্যাঙ্ক নিফটির -৩৮৩.৭০ পয়েন্ট পতন থেকে যা পরিষ্কার। বাজার নিচের দিকে আসতে শুরু করলে Information Technology ( IT ) PHARMA কোম্পানিতে নিবেশ করুন।

চোখ রাখুন – TCS, HCL TECHNOLOGY & BIOCON .

বিদেশী মুদ্রা আজ বন্ধ হয় – USDINR Rs. 73.47 ( +০.44 ), GBPINR Rs. 97.29 ( -0.51 ), EURINR Rs. 86.76 ( -0.08 ) , JPYINR Rs. 69.00 (+-07 ).

গতকাল সোনার দর ছিল ৫০৯০০ টাকা ( ১০ গ্রাম )। আজ যা কমে হয়েছে ৫০৬০০ টাকা ( রাত ৯ টা পর্যন্ত) । যা গতকালের তুলনায় ৩০০ টাকা কম।

গতকাল রুপার দর ছিল ৬৬৩০০ টাকা ( প্রতি কেজি )। আজ যা কমে দাম হয়েছে ৬৪৬০০ টাকা ( রাত ৯ টা পর্যন্ত) । যা গতকালের তুলনায় ১৭০০ টাকা কম। অর্থাৎ পরপর দুদিন কমলো সোনা ও রুপার দাম।

( Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)

Share.
Leave A Reply

Exit mobile version