Mainak sharma
(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)
Contact 8759689108

টানা একভাবে উপরে যাওয়ার পথে আজ সপ্তাহের প্রথম দিনে সামান্য নিচে দুই বাজার (Share Market) সূচক। আজ ৮৮.৪৫ পয়েন্ট নিচে নেমে এসে ১৬৬৩১ এ নিফটি , একই ধারা বি এস ই সেনসেক্স এ প্রায় ৩০৬ পিন র মতন নিচে নেমে বর্তমানে ৫৫৭৬৬ র গড়ে দাঁড়িয়ে। দিনের শেষেও নিজেকে ২০০ দিনের মুভিং এভারেজের উপরে ধরে রাখে যা বুলিশর সংকেত এখনো।

টানা ৬ দিনের মুনাফা তোলার জেরে আজ উপরের ধারা তে একটু শিথিল হয়ে পরে নিফটি ও সেনসেক্স। এছাড়াও প্রভাব রয়েছে ভারতীয় রুপির ডলারের তুলনায় গুরুত্ব হারানোর , যার জেরে বিনিয়োগকারীদের নজরে রয়েছে ইউএস ফেডারেল রিজার্ভের জুলাইয়ের নীতিগত বৈঠকের। আজ অটো, ফার্মা, এফএমসিজি এবং আর্থিক পরিষেবার স্টকগুলিতে বিক্রি বাজারকে নীচে টেনেছে। বৃহত্তর বাজারগুলিও চাপের মধ্যে ছিল,নিফটি মিডক্যাপ ১০০ সূচক ০.০৯ শতাংশ এবং স্মলক্যাপ ১০০ সূচক ০.৬ শতাংশ হ্রাস পেয়েছে।

দিনের শুরুতেই নিচের দিক দিয়েই শুরু করে নিফটি। শুরুর টা ১৬ ,৬৬৩ হলেও সারা দিনে নেতিবাচকই চলে নিফটি। এটি ৮৮ .৫ পয়েন্ট কমে ১৬ ,৬৩১ -এ দিন বন্ধ হওয়ার আগে ১৬,৭০৬ -এর ইন্ট্রাডে হাই এবং ১৬ ,৫৬৪ -এর সর্বনিম্ন ছুঁয়েছে।

দিনের চার্টে তৈরী হয়েছে দজি ক্যান্ডেল যা বুল বা বেয়ার কেউ ই না জেতার সংকেত। অর্থাৎ আপাতত হতাশার কারণে নেই। বাজার (Share Market) আরও দুর্বলতা হবে যদি সূচকটি তার ২০০ -দিনের ই এম এর নিচে বন্ধ হয় যার মান ১৬ ,৫২০ স্তরের কাছাকাছি রাখা হয়। সেই দৃশ্যে প্রাথমিকভাবে, সূচকটি নিবন্ধিত ১৬,৪৯০ এবং ১৬ ,৩৫৯ স্তরের মধ্যে পার্শবর্তী থাকার চেষ্টা করবে। আবার আজ লভ্যাংশ নেয়ার পর নতুন করে বিনিয়োগ আসলে উপরে এগোলে যেতে পারে ১৬৭০০ র দিকে। তাই, আপাতত, স্বল্পমেয়াদী বিনিয়োগকারী দেড় স্টক-নির্দিষ্ট সুযোগগুলিতে ফোকাস সরিয়ে সূচক নিফটি তে ট্রেড র এড়াতে পরামর্শ থাকবে। কারণ এই সপ্তাহে থাকতে পারে সামান্য অস্থিরতা। যার প্রমান ও দেয় ইন্ডিয়া ভিক্স যার নাম রয়েছে ১৭.৬৮। আবার অপসন ফ্রনের তততর মোতে আগামী সমাবেশে নিফটি থাকতে পারে ১৬৪০০ থেকে ১৭০০০ র মধ্যেই।

পজেটিভ সেট উপ থাকতে পারে আইসি আইসি আই ব্যাংকে। ৮০০ উপরে নিতে হবে লক্ষ হবে ৮৩০ ৮৫০ ৮৭৫।

Share.
Leave A Reply

Exit mobile version