কলকাতা ব্যুরো: দুর্নীতিকে সমর্থন করি না। কেউ দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডও সমর্থন করব। সোমবার ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ সম্মাননা প্রদানের মঞ্চে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, ‘আমার ধারণা রাজনীতি মানে ত্যাগ। এক মহিলার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। সঠিক সময়ের মধ্যে বিচার হোক। এর মধ্যে কে কে আছে, আমি এখনও জানি না। চোর ডাকাতদের তৃণমূল কংগ্রেস ছেড়ে দেয় না।’

পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরই ভাইরাল হয় নাকতলা উদয়ন সংঘের দুর্গাপুজো উদ্বোধনের ছবি। অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ওই ছবির সূত্র ধরেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল। এই প্রসঙ্গে মমতা বলেন, আয়োজকরা ওই মহিলাকে ডেকেছিলেন। সে পার্থর বন্ধু কি না, আমি কী করে জানব।

এরপরই মমতার হুশিয়ারি, অযথা আমার গায়ে কালি ছেটানোর চেষ্টা করবেন না। আমি কোনও অন্যায়কে সমর্থন করি না। আহত সিংহ কিন্তু ভয়ঙ্কর। দল ও সরকারের সঙ্গে ওই মহিলার যোগ নেই। যারা মিডিয়া ট্রায়াল করছে, তাঁদের বলব আগুন নিয়ে খেলবেন না। মমতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে অন্যায় করেছে তাঁকে হাজারবার বলুন। ভুল করাটাও একটা অধিকার। সবাই সাধু বলছি না। জেনেশুনে কোনও অন্যায় করিনি।

মুখ্যমন্ত্রীর কথায়, জ্ঞানত করলে অপরাধ, অজ্ঞানত করলে আলাদা ব্যাপার না জেনে ভুল করলে ক্ষমা চাইব। আমার ছবির সঙ্গে টাকার পাহাড়ের ছবি দিয়ে কুৎসা রটাচ্ছে বিরোধীরা। কয়েকটি রাজনৈতিক দলের আচরণে আমি সত্যিই দুঃখিত। ভোগ করার জন্য আমি রাজনীতি না। সবাই কি এক? পার্থক্য তো থাকবেই। অন্যায়কে সাপোর্ট আমি করি না। দুর্নীতিকে সাপোর্ট করা আমার জীবনের নেশাও নয়, পেশাও নয়।

Share.

1 Comment

  1. Pingback: Mamata Banerjee : শুরু জল্পনা! - Kolkata 361゚

Leave A Reply

Exit mobile version