Mainak sharma
(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)
Contact 8759689108

রাশিয়া উক্রেনের সংঘাত থেকে শুরু করে মুদ্রাস্ফীতি ফলে এক চেটিয়া পড়তে থাকে শেয়ার বাজার (Share Market) সূচক। এমনকি ওভার সোল্ড জোনের ও নিচে নেমে আসে বাজার। তবে আজ সব ভুলিয়ে পুরোনো ট্র্যাকে বাজার। কারণ নিফটি আজ বন্ধ হয় ১৬১০০ র উপরেই। একদিনে ১৪৩ পয়েন্ট বেড়ে নিফটি এখন ১৬১৩২ র ঘরে। অপরদিকে সেনসেক্স ৪২৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫৪১৭৮ র ঘরে।

ইতিবাচক বৈশ্বিক ইঙ্গিত, তেলের দামের পতন এবং সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) দ্বারা ঘোষিত বেশ কয়েকটি পদক্ষেপ বৈদেশিক প্রবাহ বাড়তে সমর্থন করে বাজারকে । ধাতু বাদে সব সেক্টরাল সূচক সবুজে বন্ধ হয়। সূচকটি দৈনিক চার্টে একটি ডোজি প্যাটার্ন তৈরি করেছে, যা পরবর্তী প্রবণতা সম্পর্কে ষাঁড় এবং ভালুকের মধ্যে সিদ্ধান্তহীনতার ইঙ্গিত দেয়। আবার এর পরেই রয়েছে প্রতিরোধ এলাকা ১৬১৭২ র দিকে। তাই দেখবার পালা সেখান থেকে সামান্য নিচে আসে না তাকে টপকে আবার এই প্রতিরোধকে সমর্থনে পরিণত করে আবার উপরে উঠে ২০০ দিনের গড় গতির বা মুভিং এভারেজের দিকে এগোয় যা রয়েছে ১৬৫০০ র কাছে। ১৬ ,০০০ -এর নিচে বন্ধ হলে সূচকে নতুন করে বিক্রির চাপ পড়তে পারে সূচক নিফটি

এনএসইতে প্রতিটি শেয়ারের পতনের জন্য প্রায় তিনটি শেয়ার লাভ করায় বিস্তৃত জায়গায় কেনাকাটাও দেখা গেছে। নিফটি মিডক্যাপ ১০০ সূচক ১ .৩৫ শতাংশ বেড়েছে এবং স্মলক্যাপ ১০০ সূচক ১ .৬ শতাংশ বেড়েছে।

অস্থিরতা সূচক গুরুত্বপূর্ণ ২০ চিহ্নের নিচে নেমে গেছে, যা Share Market ইতিবাচক অনুভূতিকে সমর্থন করে। ইন্ডিয়া ভিআইএক্স, পরবর্তী ৩০ দিনে প্রত্যাশিত অস্থিরতার একটি সূচক, ৫ .২৫ শতাংশ কমে ১৯ .২০ -এ নেমে এসেছে, যা ৯ জুনের পর থেকে সর্বনিম্ন হতে পারে । তবে অপসন ডেটা দ্বারা অনুযায় আসন্ন সেশনের জন্য ট্রেডিং এলাকা হবে , ১৫ ,৫০০ -১৬ ,৩০০ থেকে ১৫ ,৭০০ -১৬ ,৫০০।

.ব্যাঙ্ক নিফটি ৩০০ পয়েন্ট বেড়ে ৩৪ ,৬২৭ এ খোলে এবং দিনব্যাপী উপরের দিকে চলে যায় যাতে ৩৪ ,৯৬৬ -এর ইন্ট্রাডে হাই গিয়ে বন্ধ হয় ৩৪৯২০

কম সময়ের ট্রেডিং র জন্য নজরে থাকবে মাহিন্দ্রা ফিনান্স কোনটা হবে ১৯১ র উপরে লোহা হবে ২১০।

Share.

1 Comment

  1. Pingback: সামান্য থমকে Share Market

Leave A Reply

Exit mobile version