Mainak sharma
(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)
Contact 8759689108

Share Market ১৫৮০০ র উপরেই নিফটি যা আগামী দিনে ১৬১০০ র লক্ষের দিকে এগোতে পারে। সারা দিনে ১৫৬০০ ও ১৫৭০০ র মধ্যে পার্শবর্তী থাকলেও দিনের দ্বিতীয়ার্ধে কেনার প্রবণতা বেশি থাকায় ৮৩.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৫৮১৫ র ঘরে। একই ভাবে বাড়ে বি এস ই সেনসেক্স তবে সে ক্ষত্রে ৩২৬.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫৩২৩৪।

নিফটির প্রতিদিনের চার্টে বুলিশ প্যাটার্ন তৈরী হয় সাথে আগের দিনের হামার বা বুলিশ হাতুড়ি ক্যান্ডেল কে আজ সমর্থন করে আর একটি সবুজ ক্যান্ডেল যা বুল রানের পক্ষে। তবে সূচকের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ বাধা পেরোতে হবে ১৫ ,৯২৭ -১৬ ,১৭২ এবং একটি টেকসই উত্থানের জন্য, নিফটি কে ১৬ ,১৭২ এর উপরে বন্ধ হতে হবে। এই বাধা কে পেরোতে পারলেই ২০০ দিনের চলমান গড় বা মুভিং এভারেজ (১৭ ,১৫২ ) এর দিকে বাড়াতে পারে।

নিফটি মিডক্যাপ 100 এবং স্মলক্যাপ 100 সূচকগুলি ইতিবাচক প্রস্থে প্রতিটি .06 শতাংশের বেশি উঠেছিল ৷ NSE তে প্রতি দুটি পতনশীল শেয়ারের জন্য প্রায় তিনটি শেয়ার অগ্রসর হয়েছে।

ইন্ডিয়া ভিক্স বর্তমানে ১ .৩ শতাংশ কমেছে অর্থাৎ ২০ .৯৭ পয়েন্ট এ এসেছে যা বুল রানের ইঙ্গিত। আবার অপসন ফ্রন্টে আমরা ১৬ ,৫০০ স্ট্রাইক তারপর ১৬ ,২০০ স্ট্রাইকে প্রান্তিক কল দেখেছি, যেখানে পুট লেখা হয়েছে ১৫ ,৮০০ স্ট্রাইক এবং ১৫ ,৭০০ স্ট্রাইক। এই তথ্য ইঙ্গিত করে যে নিফটি আসন্ন সেশনে ১৫ ,৩০০ থেকে ১৬ ,৩০০ এর বিস্তৃত ট্রেডিং রেঞ্জ দেখতে পারে। ফলে ঝুঁকি নেওয়ার ক্ষমতা সম্পন্ন পজিশন ট্রেডাররা ১৫ ,৬৬০ -এর নিচে স্টপ-লস সহ লং পজিশনে যেতে পারেন এবং লক্ষ হবে ১৬ ,১০০ ।

সিমেন্স, গোদরেজ কনজিউমার প্রোডাক্ট, হিন্দুস্তান ইউনিলিভার, হিন্দুস্তান অ্যারোনটিক্স, ট্রেন্ট, অ্যাস্ট্রাল, ব্রিটানিয়া, ইউনাইটেড ব্রুয়ারিজ, ইন্ডাসইন্ড ব্যাংক, সিটি ইউনিয়ন ব্যাংক, পিআই ইন্ডাস্ট্রিজ, আরইসি, টাটা পাওয়ার, ইন্ডিয়ান হোটেল, ডাবর, কামিন্স ইন্ডিয়া, কোরোমন্ডেল-এ ইতিবাচক সেটআপ দেখা গেছে। ইন্টারন্যাশনাল, এইচডিএফসি এএমসি, আইসিআইসিআই ব্যাঙ্ক, কনটেইনার কর্পোরেশন, আইটিসি, আদানি এন্টারপ্রাইজ, অ্যাক্সিস ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক, এসবিআই লাইফ, জুবিল্যান্ট ফুডওয়ার্কস, এসবিআই এবং ইউনাইটেড স্পিরিটস আজ ইতিবাচক ছিল।

Share Market ৩৩৫৫৯ দিয়ে নিফটি শুরু হলেও পরের দিকে একলাফে বেড়ে দাঁড়ায় ৪০১ পয়েন্ট। যার ফলে ৩৩৫০০ তে সমর্থন নিয়ে দিনের শেষ করে ৩৩৯৪০.৯০।

এক সপ্তাহের বিনিয়োগে র জন্য কিনতে হবে CHALET হোটেলস লিমিটেড কিনতে হবে ৩৩৬ টার্গেট ৩৬০ স্টপ লস ৩২৫। অম্বুজা সিমেন্ট কিনতে হবে ৩৭০ র উপরেই লক্ষ হবে ৩৯০ স্টপ লস ৩৬৬.১০।

Share.
Leave A Reply

Exit mobile version