শেষ পর্ব

২০২২ সাল জুড়ে বিশ্বে ঘটেছে বেশ কিছু রাজনৈতিক ঘটনা, যে সব ঘটনা বিভিন্ন দেশের আন্তর্জাতিক সম্পর্ককে নতুন রূপ দিয়েছে অন্যদিকে বিশ্ব রাজনীতিতে নতুন বাঁক দেখা গিয়েছে। বছরের শেষ প্রান্তে এসে সেই সব ঘটনাগুলির মধ্যে থেকে বাছাই করা কয়েকটি ঘটনার দিকে ফিরে তাকানো যাক।

ব্রিটেনে এক বছরে তিন প্রধানমন্ত্রী

ব্রিটেনে চলতি বছর প্রধানমন্ত্রী বদল ঘটেছে দুবার। বরিস জনসন প্রধানমন্ত্রী ছিলেন ৬ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর সেই পদে আসেন লিজ ট্রাস। তিনি খুব অল্প সময়ের জন্য ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ছিলেন। ৪৪ দিন ওই পদে থাকার পর তাঁকে ইস্তফা দিতে হয়। আসেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋশি সুনাক। কিন্তু অর্থনৈতিক কর্মসূচিতে ব্যর্থতা এবং নিজের দল কনজারভেটিভ পার্টিতে আস্থা হারানোর পর ২০ অক্টোবর ট্রাস পদত্যাগ করেন। এরপর দলীয় ভোটে জিতে সরকারের হাল ধরেন সুনাক। মাত্র সাত বছর আগে তিনি এমপি হয়েছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি দুবছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে তাঁর চলার পথটিও যথেষ্ট মসৃণ নয় বলেই ধারণা করা হচ্ছে।

বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বৃদ্ধি

২০২২ সালে বিশ্বের বিভিন্ন দেশে মূল্যস্ফীতি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে৷ আমেরিকায়গত জুন মাসে মূল্যবৃদ্ধির হার ছিল ৯.১ শতাংশের বেশি এবং অক্টোবর মাসেব্রিতেনে তা ছিল ১১.১ শতাংশ। এর ফলে মানুষের জীবনযাত্রায় সংকট সৃষ্টি হয়।চলতি বছরের অক্টোবরের প্রথম সপ্তাহেই জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড) প্রকাশ করেছে বাণিজ্য ও উন্নয়ন প্রতিবেদন ২০২২৷ তাতে বলা হয়েছে, উন্নত দেশগুলো যেভাবে তাদের মুদ্রা ও রাজস্ব নীতি পরিচালনা করছে, তা বিশ্বকে একটি মন্দার দিকে ঠেলে দেয়ারও অর্থনৈতিক অবস্থা (স্ট্যাগফ্লেশন) দীর্ঘায়িত করার ঝুঁকি তৈরি করেছে৷এর ফলে যে ক্ষতি হবে তার মাত্রা ২০০৮ সালের বিশ্বজুড়ে আর্থিক সংকট ও ২০২০ সালে কোভিড-১৯ জনিত আঘাতের চেয়ে বেশি হতে পারে৷ আঙ্কটাড মনে করে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেডারেল রিজার্ভের সুদহার বৃদ্ধির ফলে উন্নয়নশীল দেশগুলোর (চীন বাদে) ভবিষ্যত আয় ৩৬০ বিলিয়ন ডলার পর্যন্ত কমে যেতে পারে৷

বিশ্বজুড়ে খরা ও তাপপ্রবাহের নতুন রেকর্ড

জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে নজিরবিহীন তাপদাহ দেখা গিয়েছে। চলতিবছরেরানওয়ে গলে যাওয়া থেকে শুরু করে বিধ্বংসী দাবানল- চরম মাত্রার তাপদাহ দেখেছে বিভিন্ন দেশ।এইবছরের গ্রীষ্মে বিগত৫০০ বছরের মধ্যে ইউরোপের সবচেয়ে ভয়াবহ খরা হয়েছে। মহাদেশটির দুই-তৃতীয়াংশ এক ধরনের চরম তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে। এছাড়া চীনের ইয়াংজি নদীর অববাহিকার চারপাশে জলের স্তর হ্রাসের কারণে স্থানীয় কারখানাগুলি আগস্টমাসে বন্ধ রাখতে বাধ্য হয়েছিল। এতে জলবিদ্যুৎ কেন্দ্রগুলিতে বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হয়।

বিশ্বের জনসংখ্যা ৮ বিলিয়ন ছাড়িয়েছে

রাষ্ট্রসংঘের তরফে প্রকাশ করা রিপোর্ট থেকে জানা গেল, বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটি ছাড়িয়েছে। প্রসঙ্গত, ১৯৭৪ সালে বিশ্বের জনসংখ্যা ৪০০ কোটি পেড়িয়েছিল। তার মানে মাত্র ৪৮ বছরে বিশ্বের জনসংখ্যা দ্বিগুণ হয়ে গেল। এরপর ২০১১ সালে বিশ্বের জনসংখ্যা ছাড়ায় ৭০০ কোটি। অর্থাৎ ১১ বছরে বিশ্বের জনসংখ্যা ১০০ কোটি বেড়েছিল। মঙ্গলবারের ওই রিপোর্টে বলা হয়েছে, ২০৩০ সালে বিশ্বের জনসংখ্যা সাড়ে ৮০০ কোটি হবে। আর ২০৫০ সালে হবে ৯৭০ কোটি। স্বভাবতই প্রশ্ন উঠেছে, জনসংখ্যা বৃদ্ধি যদি এই হারে বাড়তে থাকে তাহলে কি পৃথিবী বাসযোগ্য থাকবে? অনেকেই মনে করেন, জনসংখ্যা এই হারে বৃদ্ধি পেলে জলবায়ুও আরও দ্রুত হারে পরিবর্তীত হতে থাকবে এবং তার ক্ষতিকর প্রভাবও বাড়বে সমান তালে। ফলে ৮০০ কোটি মানুষের এই পৃথিবী আরও বাসের অযোগ্য হয়ে উঠবে৷

ফের রাজপথে ইমরান খান

পাকিস্তানে অনাস্থা ভোটে ক্ষমতা হারালেও নতুন শক্তি সঞ্চয় করে রাজনীতির মাঠে ফেরে তেহরিক-ই-ইনসাফ। যার প্রধান হলেন ইমরান খান। ৯ এপ্রিল তাঁর কোয়ালিশনের পতন ঘটে। এরপর থেকে বলতে গেলে প্রায় পুরোটা বছর তিনি রাজনীতির মাঠ গরম রাখেন। ৩ নভেম্বর পাঞ্জাবের ওয়াজিরাবাদে সমাবেশ চলাকালে তাকে হত্যার চেষ্টা চালানো হয়।

Share.
Leave A Reply

Exit mobile version