কলকাতা ব্যুরো : বুধবার থেকে চলবে লোকাল ট্রেন। লোকাল ট্রেন চলার আগে সমস্ত স্টেশনেই সাজো সাজো রব। সমস্ত ট্রেনের কামরা সানিটাইজেশনের কাজ শুরু হয়েছে।

এদিকে রেলমন্ত্রী পীযূষ গোয়েল রাজ্যবাসীর উদ্দেশ্যে টুইট করে লিখেছেন, ” পশ্চিমবঙ্গবাসীর সুবিধার জন্য শহরতলীতে ৭৫৬ টি লোকাল রেল সমস্ত সুরক্ষা বিধি মেনেই চালানো হবে।

যাত্রীদের তরফ থেকে সমস্ত রকম সহায়তা পাবে বলে আশা রেল কতৃপক্ষের। ব্যস্ততম শিয়ালদা স্টেশনে ট্রেন চালানোর প্রস্তুতি পর্ব চূড়ান্ত পর্যায়ে।

ট্রেনের সময়সূচী খুব একটা বদল হবে না বলে জানানো হয়েছে রেলের তরফ থেকে। কোনরকম অসুবিধা এড়াতে টাইম টেবিলের খুব বেশি পরিবর্তন হয়নি।

তবে জানা যাচ্ছে অফিস টাইমে অন্যান্য সময় এর থেকে বেশি ট্রেন চলবে।

Share.
Leave A Reply

Exit mobile version