কলকাতা ব্যুরো : এবারে ২০ বছরে পা দিলো দম দম পার্ক ভারত চক্র সার্বজনীন দুর্গোৎসব। সমস্ত রাজ্য সরকারের নিয়ম মেনেই পূজো করবে এই ক্লাব। খুব ভিড় হয়। কিন্তু কর্মকর্তাদের বক্তব্য,সেটা সামাল দেওয়া অভ্যাস হয়ে গেছে। লোকাল থানাও সাহায্য করে। তবে অধিক ভিড়ের কথা ভেবে এবার এলইডি স্ক্রিনের বিশেষ ব্যবস্থা রেখেছে ক্লাব কর্তৃপক্ষ।যদি দর্শনার্থীরা কাছে আসতে না পারেন বা মণ্ডপে প্রবেশ করতে না পারেন তবে দূর থেকে এলইডি স্ক্রিনে যেন দেখতে পায় পূজো সবাই। প্রতিমা না দেখে যেন কাউকে ফিরতে না হয় ।

চাঁদা বা বিজ্ঞাপন নেই তেমন। তাই বাজেট কাটছাঁট করতে হয়েছে। আগের বারের এক চতুর্থাংশ বাজেটে এবার পূজো সারতে চাইছেন ক্লাব কর্তারা। আগের বছর বাজেট ছিল ৬০ – ৭০ লাখ। এবারে মাএ ১৫ লাখ। প্রতিমা তৈরি করছেন সৌমেন পাল।

Share.
Leave A Reply

Exit mobile version