কলকাতা ব্যুরো : এবারে ৭২ বছরে পদার্পণ করলো কলকাতার ভবানীপুর স্বাধীন সংঘের পূজো। গত প্রায় পাঁচ বছর ধরে মুখ্যমন্ত্রী এই পুজো উদ্বোধন করে আসছেন। এবারেও মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে পুজো উদ্বোধন করার আর্জি জানিয়েছে এই পূজা কমিটি। তবে অবস্থা যা, তাতে এবারে তিনি আসতে পারবেন কিনা তা নিয়ে সংশয় আছে। মুখ্যমন্ত্রী পূজা কমিটিগুলোকে পুজো করার যে নিয়ম বেঁধে দিয়েছেন সেই নিয়ম মেনেই পুজো করবে এই পূজা কমিটি। কমিটির কালচারাল সেক্রেটারি জ্যোতির্বান হাজরা জানালেন,এবারে সমস্যা কর্পোরেট স্পনসরশিপ নিয়ে। অনেকের কাছেই আবেদন করা হয়েছে। এখনো কথাবার্তা চলছে। কিন্তু কর্পোরেট স্পনসরশিপ এবারে আসবে কিনা সে নিয়ে ধন্দে আছে এই পূজা কমিটি।

এবারে এই পূজা কমিটির থিম হলো “বঙ্গজননী”। এর বেশি কিছু জানাতে চাইলেন না পূজা কমিটির সদস্যরা। সমস্তটাই সাসপেন্স। একেবারে পুজোর সময় দেখা যাবে। ভবানীপুর স্বাধীন সংঘের এবারের শিল্পী কৃষ্ণ চন্দ্র পাল। পুজো এবারে ক্লাবের ওয়েবসাইটে দেখা যাবে। এছাড়াও ফেসবুক এবং ইউটিউব এর মাধ্যমেও পুজোর বেশ কিছু অংশ তুলে ধরা হবে।

Share.
Leave A Reply

Exit mobile version