কলকাতা ব্যুরো : ৫৬ বছরে পড়লো এবার ভবানীপুর ৭৫ পল্লী। খুব ধুমধাম করেই পূজো হয় এখানে বরাবর। মুখ্যমন্ত্রী উদ্বোধনে আসেন। দক্ষিণ কলকাতার পুজোগুলীর মধ্যে বেশ আকর্ষণীয় এই পূজো। কিন্তু এবারের চিত্রটা একবারেই অন্যরকম। বিজ্ঞাপনের কোনও আশাই নেই। “কর্পোরেটরা রিগ্রেট লেটার পাঠিয়ে দিয়েছেন। চাঁদা উঠছে না আগের বছরগুলোর মতো”, জানালেন এই পুজোর জেনারেল সেক্রেটারি সুবীর দাস। কিন্তু পূজো তো বন্ধ করা যায় না। তাই সেজে উঠছে মণ্ডপ অনেক প্রতিকূলতা সত্বেও।

এবারের শিল্পী অনিমেষ দাস। থিম ” মা “। এই কোভিড পরিস্থিতিতে সারা বিশ্ব জুড়ে একটাই আকুতি অতিমারি থেকে মুক্তি। সন্তানের এই দুর্দশায় মা ই একমাত্র সম্বল । তাই মা কেই বন্দনা করে তার কাছেই ফিরে যেতে চান সন্তানেরা। মুখ্যমন্ত্রীকে পূজো উদ্বোধনের কথা জানালেও তিনি শেষ পর্যন্ত আসতে পারবেন কিনা তা জানা নেই উদ্যোক্তাদের। তবে সবাই মনে করছেন পূজো এবার অনেক লোকালাইজড হবে। ভিড় সে রকম হবে না। ট্রেন না চলায় মফস্বলের মানুষ সে ভাবে কলকাতায় আসতে পারবেন না। তবুও অতিমারির মোকাবিলায় সব ব্যবস্থা নিচ্ছেন উদ্যোক্তারা। থার্মাল গান থাকছে, থাকছে মাস্ক, স্যানিটাইজার, যাওয়া আসার ভিন্ন পথ। দেখার এটাই ভক্তের ডাকে মা কতটা সারা দেন।

Share.
Leave A Reply

Exit mobile version