কলকাতা ব্যুরো : সবার আর্জি একটাই মা দুর্গার কাছে। তুমি মা দুর্গতিনাশিনী, করোনা থেকে মুক্তি দাও। ৫০ বছরের পূজো এবার উত্তর কলকাতার আহিরিটোলা যুবক বৃন্দের। আর তাদেরও দেবীর কাছে প্রার্থনা এই মারণ ব্যাধির থেকে মুক্তি। শুধু প্রার্থনা নয়। যে প্রার্থনায় ভক্তি নেই , সে প্রার্থনায় কাজও নেই। তাই এবার ভক্তি ভরে প্রার্থনা করবেন উদ্যোক্তারা। থিম তাই “ভক্তিতে মুক্তি”। জানালেন প্রতিমা শিল্পী এবং থিমের উপদেষ্টা প্রশান্ত পাল। এমন মণ্ডপ তৈরি হবে এবার যা বাংলা আর বাঙালির ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেবে সবাইকে। প্রতিমা হবে একচালার। পিছনে থাকবে পটের কাজ। মণ্ডপ জুড়ে পট চিত্র থাকবে। বাংলার বিভিন্ন প্রান্তের ও জেলার পটচিত্র তৈরি করা শুরু হয়েছে ইতিমধ্যেই। কাজও চলছে দ্রুত গতিতে। প্রতিমার সঙ্গে থাকছে লাল পাড় শাড়ি, বড় হাতপাখা, গামছা, মঙ্গলঘট, প্রদীপ যা দর্শনার্থীদের বারে বারে স্মরণ করাবে গ্রাম বাংলার অতীত দুর্গাপুজোর কথা।

তবে বাজেট এবার কম। আগের বারের ৩০ লাখের পূজো এবার নেমে গেছে ৮০ শতাংশেরও কমে। উদ্বোধনে আসছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। জানালেন সেক্রেটারি শুভম সেন। তবে পূজো হচ্ছে একেবারেই ক্লাব কর্মীদের পকেটের টাকায়। সাধারণ মানুষের কথা ভেবে এবার চাঁদা তোলার পথে যাননি ক্লাবের সদস্যরা।

Share.
Leave A Reply

Exit mobile version