কলকাতা ব্যুরো: সোমবার প্রায় আট ঘন্টা জেরার পর রেহা চক্রবর্তীকে বাড়ি যাওয়ার অনুমতি দিলো নারকটিকস কন্ট্রোল ব্যুরো। যদিও তাকে ফের মঙ্গলবার তলব করেছেন নারকটিকস তদন্ত কারীরা। রবিবার তাকে প্রায় ছ’ ঘণ্টা জেরা করা হয়।
সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় চারিদিক থেকে প্রবল চাপের মধ্যে এবার পাল্টা ফোঁস করলেন রেহা চক্রবর্তী। তার অভিযোগ জাল প্রেসক্রিপশন তৈরি করার। তিনি মুম্বাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন সুশান্ত সিংহের দিদি প্রিয়াঙ্কা সিং ও মুম্বাইয়ের রাম মনোহর লোহিয়া হাসপাতালের চিকিৎসক তরুণ কুমারের বিরুদ্ধে।
প্রিয়াঙ্কার অভিযোগ, ভুয়া ওই প্রেসক্রিপশন তৈরি করা হয় সুশান্তকে লোপজম, লিব্রিয়ামের মতো ওষুধ দেওয়ার জন্য। যেগুলি মাদক আইন তালিকাভুক্ত। কেননা সুশান্ত সিং ওই হাসপাতলে ভর্তি ছিলেন না। কিন্তু তাকে আউট প্রেসেন্ট ডিপার্টমেন্ট পারসন হিসেবে দেখিয়ে ভুয়া প্রেসক্রিপশন দেওয়া হয়েছে বলে অভিযোগ রেহা চক্রবর্তীর।
সোমবার তাকে প্রায় আটঘন্টা জেরার পর নারকটিকস কন্ট্রোল ব্যুরোর ডেপুটি ডিরেক্টর জানিয়েছেন, এদিন তাকে বাড়ি যেতে দেওয়া হলেও মঙ্গলবার আবার তাকে তলব করা হয়েছে। এনসিবি আরো জানিয়েছে, তদন্তে কি কি পাওয়া যাচ্ছে সবটাই আদালতে জানানো হচ্ছে।
আবার আদালত এনসিবিকে সতর্ক করে দিয়েছে করোনা আবহে মহামারীর যাবতীয় নিয়ম কানুন মেনেই জেরা করতে। সে ক্ষেত্রে ধৃতদের পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।
