Mainak sharma
(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)
Contact 8759689108

অবশেষে ১৬২০০ র উপরেই আজ বন্ধ হলো নিফটি। একই ভাবে ৫৪৫২১ র ঘরে বন্ধ হয় সেনসেক্স। কেবল তাই নয় , আগের সপ্তাহের সমস্ত ক্ষতি পুনরুদ্ধার করে নিজেকে ৫০ দিনের গড় মুভিং এভারেজের উপরেই ধরে রাখে দুই বাজারে (Share Market )সূচক।

নিফটি ৫০ ১০০ পয়েন্ট বৃদ্ধির সাথে ১৬ ,১৫১ -এ খোলে এবং দিনের অগ্রগতির সাথে সাথে আরও উপরে উঠে,পরে ১৬ ,২৮৪ -এর ইন্ট্রাডে হাইতে পৌঁছায়। সূচকটি ২২৯ পয়েন্ট বা ১ .৪ শতাংশ বেড়ে ১৬ ,২৭৮ .৫০ এ বন্ধ হয়েছে। নিফটির পরবর্তী প্রতিরোধ এলাকা হলো ১৬২৯০। এর পরেই ১৬৪৩২ র কাছেই রয়েছে ১০০ দিনের গড় মুভিং এভারেজের যা পেরোতে পারলেই পরের লক্ষ হবে ২০০ মুভিং এভারেজ ১৬৫০০। অন্য দিকে কম হয়েছে অস্থিরতা। ইন্ডিয়া ভিক্স বর্তমানে রয়েছে ১৭.১৬। অপসন তথ্য অনুযায় আগামী সমাবেশে নিফটি ১৬০০০ থেকে ১৬৫০০ র মধ্যেই থাকতে পারে।

নিফটি মিডক্যাপ ১০০ এবং স্মলক্যাপ ১০০ সূচক প্রতিটি প্রায় ১ .৫ শতাংশ বেড়ে যাওয়ায় বিস্তৃত বাজারগুলিও (Share Market ) বুলসের দলে যোগ দিয়েছে। হিন্দালকো ইন্ডাস্ট্রিজ, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, ইনফোসিস, বাজাজ ফিনসার্ভ এবং টেক মাহিন্দ্র শীর্ষ নিফটি লাভকারীদের মধ্যে ছিল, ক্ষতিগ্রস্থদের মধ্যে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ, ডঃ রেড্ডি’স ল্যাবরেটরিজ, এইচডিএফসি ব্যাঙ্ক, এমএন্ডএম এবং মারুতি সুজুকি কে দোজখ যায়। আবার সেক্টরের মধ্যে, নিফটি ইনফরমেশন টেকনোলজি, পিএসইউ ব্যাঙ্ক এবং মেটাল ২ থেকে ৩ শতাংশ বেড়েছে, যেখানে নিফটি ব্যাঙ্ক এবং এনার্জি সূচকগুলি প্রতিটি ১ শতাংশ বেড়েছে।

সর্বোচ্চ হরে বেড়েছে নিফটি অটো স্টক। এর মধ্যে রয়েছে Tata Motors, Amara Raja Batteries, এবং Bharat Forge সূচক স্টকগুলির মধ্যে সবচেয়ে বেশি লাভবান হয়েছে, প্রতিটি 2 শতাংশ বেড়েছে, তারপরে MRF, Bajaj Auto, TVS Motor Company, Tube Investment, Hero MotoCorp এবং অশোক লেল্যান্ড।

আজ ১৫০ পয়েন্ট উপরেই শুরু করে ব্যাঙ্ক নিফটি। তারপরে তার গতিবেগ বাড়িয়ে ৩৫,৩৮২.৫০ -এর একদিনের সর্বোচ্চে পৌঁছায় । পরে বন্ধ হয় ৩৫৩৫০ র ঘরে।

পজেটিভ সেট আপ রয়েছে ভারত ইলেকট্রনিক বা বি ই এলে। বর্তমানে রয়েছে ২৫৪ র ঘরে লক্ষ হবে ৩০০। ইন্দাস টাওয়ার লক্ষ হবে ২৪৪।নিফটি সেনসেক্স

Share.

1 Comment

  1. Pingback: #StockMarket : Share Market একদিনে রেকর্ড

Leave A Reply

Exit mobile version