কলকাতা ব্যুরো: রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) ভোটাধিকার প্রয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে সোমবার দুপুর ২টো নাগাদ রাজ্য বিধানসভায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী। ভোট দেন ঠিক ৩টে ৩৩ মিনিটে। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। তবে ৪টের আগেই ভোট দিয়ে বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই রাজ্যে শেষ ভোটপর্ব। তবে এদিন সাংবাদিকদের সঙ্গে কোনও কথা তিনি বলেননি।

এ রাজ্যে মোট বিধায়কের সংখ্যা ২৯৩। তার মধ্যে ২৯১ জন বিধায়ক ভোট বিধানসভায় ভোট দিয়েছেন। ভোটাধিকার প্রয়োগ করেননি তৃণমূলের বিধায়ক রফিকুল ইসলাম মণ্ডল। ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকিও অনুপস্থিত ছিলেন বলে খবর। এদিন বিকেল ৫টা পর্যন্ত চলবে রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election) ভোটদান পর্ব। তবে রাজ্য বিধানসভা সূত্রে খবর নির্ধারিত সময়ের আগেই পশ্চিমবঙ্গ বিধানসভায় ভোটদান পর্ব শেষ হয়েছে।

তবে এদিন বেলা ১২টার কিছু পরে ভোট দেন তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দেন মুকুল রায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্ররাও। রাজ চক্রবর্তী, জুন মালিয়া, অদিতি মুন্সির মতো তারকা বিধায়কদেরও দেখা গিয়েছে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে। ভোটদানের পর বিধানসভা চত্বরে তাঁদের সকলকে একসঙ্গে নিয়ে সেলফিও তোলেন রাজ চক্রবর্তী।

এদিন ভোটের লাইনে দাঁড়িয়ে মহুয়া মৈত্র কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র জানান, এটিই তাঁর প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) ক্রস ভোটিংয়ের দাবি জানিয়েছেন বিধায়ক অগ্নিমিত্রা পল। তাঁর বক্তব্য, তৃণমূল কংগ্রেসের অনেক বিধায়ককই আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন।

যদিও এই অভিযোগ যদিও নস্যাৎ করে দিয়েছে তৃণমূল। দলের বিধায়ক বীরবাহা হাঁসদা, জ্যেৎস্না মান্ডি জানান, তাঁরা দ্রৌপদীকে সমর্থন করেন না। আদিবাসীদের কোনও নির্দিষ্ট ধর্ম নেই।

Share.
Leave A Reply

Exit mobile version