কলকাতা ব্যুরো: মাত্র ৩ মাসের গোয়া বিধানসভা নির্বাচনে ৫ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল। সে-বার সৈকতরাজ্যে জোড়াফুল শিবির কোনও আসন না পেলেও তাদের জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি (এমজিপি) দু’টি আসন পেয়েছিল। পরে অবশ্য এমজিপি বিজেপির হাত ধরে। তবে তৃণমূল কংগ্রেস স্পষ্ট করে দিয়েছিল, ভোটে হারলেও গোয়াবাসীর জন্য তাঁরা শেষ পর্যন্ত লড়ে যাবে। অবশেষে পঞ্চায়েত নির্বাচনে গোয়ায় খাতা খুলল ঘাসফুল।

দক্ষিণ গোয়া জেলার নেত্রাবলী গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন রাজ্য তৃণমূলের নেত্রী রাখি নায়েক। সমাজকর্মী হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। টুইটে তিনি লিখেছেন, দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে। ২ নম্বর ওয়ার্ড থেকে জয় পেয়েছিল। কর্মী-সমর্থক, পরিবার্, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। নেত্রাবলীবাসীর সেবা করার জন্য মুখিয়ে রয়েছি।

১০ অগস্ট গোয়ায় পঞ্চায়েত ভোট হয়। উত্তর গোয়া জেলার ৯৭টি ও দক্ষিণ গোয়া জেলার ৮৯টি গ্রাম পঞ্চায়েতের মোট ১,৪৬৪টি আসনে ভোট হয়েছিল। ভোট পড়েছিল প্রায় ৭৯ শতাংশ। তবে উত্তর গোয়ায় ৪১ এবং দক্ষিণ গোয়ায় ২৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন। মোট ১৮৬টির মধ্যে ১৫০টি গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বিজেপির বিপুল জয়ের জন্য গোয়াবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version