কলকাতা ব্যুরো: দেশের স্বাধীনতা দিবস ৭৫-এ পা রাখল৷ সোমবার দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি সহ আরও নেতা-নেত্রীরা৷ দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টুইট করে লেখেন, স্বাধীনতা দিবসে দেশবাসীকে আমার শুভেচ্ছা। দেশের সেনাবাহিনী, প্রবাসী ভারতীয়, যাঁরা মাতৃভূমিকে গর্বিত করেছেন তাঁদেরও শুভেচ্ছা জানাই।

লালকেল্লায় দেশের পতাকা উত্তোলনের আগে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি লেখেন, স্বাধীনতা দিবসে দেশবাসীকে হার্দিক শুভকামনা জানাই। জয় হিন্দ!

কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি একটি বিবৃতিতে জানান, স্বতন্ত্রতার ৭৫ বছর পূর্ণ হওয়া উপলক্ষ্যে আপনাদের সবাইয়ের জন্য শুভকামনা রইল৷ এই বিবৃতিতে তিনি মোদি সরকারের সমালোচনা করে লেখেন, বিগত ৭৫ বছরে আমরা যা কিছু অর্জন করেছি, আজ আত্মমুগ্ধ সরকার স্বাধীনতার সংগ্রামীদের মহান বলিদান এবং দেশের গৌরবশালী উপলব্ধিকে তুচ্ছ করতে উঠেপড়ে লেগেছে৷

স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হল। স্বাধীনতার আসল তাৎপর্য কী, তার জন্য ভারতের এবার জাগ্রত হওয়া উচিত। আমাদের পূর্বপুরুষরা যা দেখেছিলেন, তার প্রতি সৎ থাকা এবং ভবিষ্যৎ প্রজন্মের আকাঙ্খাকে হৃদয়ের মধ্যে রাখতে হবে৷ আমার সকল সহ-নাগরিকদের হার্দিক শুভেচ্ছা৷ জয় হিন্দ !

কংগ্রেস নেতা-সাংসদ রাহুল গান্ধি লেখেন, ভারতের প্রতি, আমাদের ভালোবাসার মাতৃভূমি, যা প্রাচীন, চিরন্তন এবং সদা-নতুন দেশকে আমাদের শ্রদ্ধা জানাই৷ তাঁর সেবায় সবসময় নিয়োজিত আমরা৷ শুভ স্বাধীনতা দিবস ! জয় হিন্দ।

অন্যদিকে, এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও টুইট করেছেন, তিনি লেখেন, আমার সহ-নাগরিকদের শুভ স্বাধীনতা দিবস। জয় হিন্দ, বন্দে মাতরম।

Share.
Leave A Reply

Exit mobile version