কলকাতা ব্যুরো: সোমবার সারা দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৫ তম স্বাধীনতা দিবস। এদিন সকালে ব্যারাকপুরের গান্ধী ঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যপাল লা গনেশান। শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। এরপর রাজ্যপাল মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান।


এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু সহ একাধিক প্রশাসনিক ও পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা।
প্রসঙ্গত, ২৬জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, ৩০জানুয়ারি মহাত্মা গান্ধি মৃত্যু দিবস, ১৫অগস্ট স্বাধীনতা দিবস ও ২ অক্টোবর মহাত্মা গান্ধি জন্মজয়ন্তী সরকারিভাবে পালিত হয় গান্ধিঘাটে । অনুষ্ঠানে রাজ্যপাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। সঙ্গে রাজ্যের বিভিন্ন মন্ত্রী, মুখ্যসচিব-সহ জেলা ও রাজ্যের প্রশাসনিক আমলারাও হাজির থাকেন। এদিন সকাল ৯টার পরিবর্তে এক ঘণ্টা সময় এগিয়ে সকাল ৮টা থেকে শুরু হয় অনুষ্ঠান।
অন্যদিকে সোমবার সকালে সিপিআই (এম) রাজ্য দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, শ্রীদীপ ভট্টাচার্য সহ একাধিক নেতৃবৃন্দ।

Share.
Leave A Reply

Exit mobile version