কলকাতা ব্যুরো: স্পেন থেকে প্যারিসের বিমানে উঠলেন লিওনেল মেসি। সেই ছবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়াতে। বহু চেষ্টা করেও আটকে রাখা গেল না লিওকে। শেষ পর্যন্ত প্যারিসের পথেই পা বাড়ালেন এলএমটেন। সূত্রের খবর, ৩৫০ কোটি টাকার বিনিময়ে মেসিকে নিজেদের ঘরে তুলে নিলো পিএসজি। ইতিমধ্যে তোলপাড় ফুটবল বিশ্ব। জানা যাচ্ছে, পিএসজির দু’বছরের চুক্তিতে সম্মতি জানিয়েছেন মেসি। তবে নতুন চুক্তিতে এক বছর বাড়িয়ে ২০২৪ সাল অবধি মেসিকে দলে রেখে দেওয়ার সুযোগও রয়েছে ফ্রান্সের দলের।

তবে মঙ্গলবার একদিকে যেমন ফুটবলের রাজপুত্রকে স্বাগত জানানোর জন্য প্যারিস বিমানবন্দরে ভিড় জমান পিএসজির ভক্তরা। ঠিক সেই সময় ভেসে উঠল অন্য ছবি। ন্যু ক্যাম্প থেকে মেসির পোস্টার খুলে ফেললো বার্সেলোনার ক্লাব কতৃপক্ষ।

এক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী মেসির এজেন্ট তথা তাঁর বাবা জর্জ মেসি এবং তাঁর আইনজীবীদের বেশ কিছুদিন আলাপ আলোচনা এবং সবদিক খতিয়ে দেখার পর পিএসজির সঙ্গে সম্পূর্ণ চুক্তিতে পৌঁছেছেন ‘এলএম১০’।

প্রসঙ্গত, সোমবার প্যারিসের বিমানবন্দরে লিও মেসির জন্য আপামর পিএসজি সমর্থক ভিড় জমালেও তাদের হতাশ হয়েই ফিরতে হয়। মেসি প্যারিসে যাওয়ার বদলে সোমবার নিজের বাড়িতেই পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। তবে মঙ্গলবার (১০ আগস্ট) প্যারিসে চুক্তি পাকা করতে পা রাখতে চলেছেন তিনি।

উল্লেখ্য, দুদিন আগেই খবর মেলে ১০ আগস্ট পিএসজির তরফে আইফেল টাওয়ার বুক করা হয়েছে। তখন থেকেই জল্পনা ছিল, সম্ভবত মঙ্গলবারই নতুন ক্লাবের জার্সি হাতে দেখা মিলবে মেসির। সেই জল্পনাই সত্যি হতে চলেছে। হ্যাঁ, লিও আজই প্যারিস সাঁ-জাঁর সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে চলেছেন।

অন্যদিকে খবর পাওয়া যাচ্ছে বার্সেলোনা নাকি মেসিকে আটকে রাখার চেষ্টা করেছিল। মঙ্গলবার সকালে নাকি তাঁর কাছে নতুন করে চুক্তিপত্রও পাঠানো হয়েছে। তবে মেসি আদৌ এই চুক্তিপত্র নিয়ে ভাবছেন কি না সেই ব্যাপারে এখনও কিছু জানতে পারা যায়নি।

ফুটবল বিশেষজ্ঞদের মতে এই নয়া চুক্তিপত্রটা এমন একটা সময় এল, যখন প্যারিসে যাওয়ার টিকিট কার্যত কনফার্ম হয়ে গেছে এই আর্জেন্টাইন তারকার।

Share.
Leave A Reply

Exit mobile version