কলকাতা ব্যুরো: ‘‌দাগী’‌ প্রার্থীদের নিয়ে এবার আরও কড়া মনোভাব সুপ্রিম কোর্টের। মঙ্গলবার দেশের শীর্ষ আদালত সাফ জানিয়ে দিল, কাউকে প্রার্থী নির্বাচিত করার ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর অপরাধ–যোগের নথি প্রকাশ করতে হবে উদ্দিষ্ট রাজনৈতিক দলকে। অবশ্যই যদি সেই প্রার্থী অতীতে কোনও অপরাধ করে থাকেন তবেই।

২০২০ সালে এই নিয়ে যে রায় দিয়েছিল, এবার সেই রায় বদলেই নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রসঙ্গত, ২০২০ সালের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, প্রার্থী নির্বাচনের ৪৮ ঘণ্টা থেকে ২ সপ্তাহের মধ্যে তাঁর অপরাধ–যোগ জানাতে হবে উদ্দিষ্ট রাজনৈতিক দলকে। এবার সেই রায়ের নিয়ম আরও কড়া হল। কমিয়ে দেওয়া হল সময়সীমা।

জানা যাচ্ছে, ২০২০ সালের নভেম্বর মাসে বিহার নির্বাচনে নির্দেশ না মানায় আটটি রাজনৈতিক দলকে এদিন জরিমানা করেছে আদালত। প্রার্থীদের অপরাধ–যোগ সময়মতো প্রকাশ করেনি রাজনৈতিক দলগুলো। আর সেই কারনেই কংগ্রেস ও বিজেপিকে এক লক্ষ টাকা করে জরিমানা এন সি পি ও সিপিআইকে পাঁচ লক্ষ করে জরিমানা করেছে শীর্ষ আদালত। বিচারপতি আর এফ নরিম্যান ও বি আর গভাই ২০২০ সালের জনপ্রতিনিধির বিরুদ্ধে দুষ্কর্মের অভিযোগে দেওয়া রায় এদিন পরিমার্জন করেন। এবার নির্বাচন কমিশনকে একটি অ্যাপ বানানোর নির্দেশ দেওয়া হয়েছে। যাতে এই সংক্রান্ত তথ্য তাতে তুলে দিলে দ্রুত সেগুলি নাগরিকরা দেখতে পান।

এদিনের রায়ে স্পষ্ট করে আরও জানানো হয়েছে, অপরাধ–যোগ থাকার পরেও কেন ওই ব্যক্তিকে প্রার্থী করছে দল, তা জানাতে হবে। নিজেদের দলীয় ওয়েবসাইটেও কারণ সমেত অপরাধ–যোগের নথি প্রকাশ করতে হবে। এর আগে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল, প্রার্থীদের অপরাধ–যোগের নথি সংবাদপত্রে প্রকাশ করতে হবে রাজনৈতিক দলকে। এদিকে গত ২ বছরে দেশে বর্তমান এবং প্রাক্তন বিধায়ক, সাংসদদের বিরুদ্ধে অপরাধের মামলা ১৭ শতাংশ বেড়ে গিয়েছে। আর সে কারণেই নড়েচড়ে বসল সুপ্রিম কোর্ট।

Share.
Leave A Reply

Exit mobile version