কলকাতা ব্যুরো : আপনার কি জি মেল একাউন্ট আছে? তাহলে গুগলে গিয়ে সার্চ করুন ‘ add me to search’ এখানেই আপনার ব্যাক্তিগত তথ্য নথিভুক্ত করার অপশন পেয়ে যাবেন। অবশ্য তার আগে আপনাকে জি মেল একাউন্ট লগ ইন করতে হবে।
তারপর গুগলেই বানিয়ে নিন নিজের ডিজিটাল বিজনেস কার্ড। সম্প্রতি গুগল এই নতুন ফিচারটি এনেছে মোবাইল ইউজারদের জন্য। এর নাম পিপলস কার্ড। ফেসবুকের মত এই ফিচারটি আপনাকে খুঁজে বার করতে সাহায্য করবে অন্যদের। ফেসবুকের মতো আপনাকেও অন্যরা খুঁজে পাবে।

ঠিকঠাক তথ্য দিলে গুগল আপনার হাতে তুলে দেবে ভার্চুয়াল ভিজিটিং কার্ড। সামান্য কিছু তথ্য দিলেই আপনার পরিচয় সারা বিশ্বের কাছে তুলে দেবে গুগল। তাছাড়া যে সব ব্যাক্তি নিজেদের পরিচয় এ ব্যবসা শুরু করতে চলেছেন তাদেরও এই ভার্চুয়াল কার্ড কাজে আসতে পারে। তবে একটি জি মেল একাউন্ট থেকে শুধুমাত্র একটি জি মেল কার্ডই করা যাবে। কার্ড এর মধ্যে থাকবে আপনার ছবি, কর্ম, জন্মস্থান আর আপনার কাজের সংক্ষিপ্ত বিবরণ।

Share.
Leave A Reply

Exit mobile version