কলকাতা ব্যুরো: কেলোর কীর্তি একেই বলে।
রাশিয়ার এখন মুখ লুকোনোই দায়।
ভ্লাদিমির পুতিনের দেশে শেষপর্যন্ত কিনা টিকা নিয়ে বিদ্রোহ।
বিদ্রোহ আবার সরকারি মন্ত্রকেই।
সেদেশের স্বাস্থ্যমন্ত্রকের এথিক্স কমিটির সদস্যপদে ইস্তফা দিলেন আলেকজান্ডার চুচালিন।
ঘরে চুচালিন নিয়ে বিড়ম্বনার মধ্যেই পুতিনের গর্বের বেলুনে সূচ বিধিয়েছে হু। রাশিয়ার অস্বস্তি আরও বাড়িয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই সংস্থা বিশ্বে করোনার যে ভ্যাকসিনগুলি আবিষ্কারের প্রক্রিয়ায় রয়েছে, তার তালিকা তৈরি করেছে। বিভিন্ন দেশের ৯টি ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু সেই তালিকায় রাশিয়ার ভ্যাকসিন নেই।
চুচালিন রাশিয়ার একজন বিশিষ্ট চিকিৎসকও বটে। খ্যাতনামা এই পালমোনলোজিস্টের অভিযোগ, রাশিয়ায় টিকা আবিষ্কারে চিকিৎসা বিজ্ঞানের নিয়মনীতি মানা হয়নি। টিকা আবিষ্কারে তড়িঘড়ি করা হয়েছে।
স্বাস্থ্য সম্পর্কিত নিয়মগুলির তোয়াক্কাই করা হয়নি।
এর ফলে এই টিকা ব্যবহারে বিপত্তি হতে পারে।
তিনি স্বাস্থ্যমন্ত্রকের এথিক্স কমিটির সদস্য ছিলেন, সেই কমিটির কাজ রাশিয়ায় চিকিৎসা ও স্বাস্থ্য সম্পর্কিত নিয়মনীতি প্রণয়ন ও নজরদারি।
এই কমিটির ছাড়পত্র ছাড়া কোন ওষুধ বা ভ্যাকসিন ব্যবহার করা যায় না।
চিকিৎসা পদ্ধতির প্রোটোকলও তৈরি করে দেয় এই এথিক্স কমিটি।
এমন একটি কমিটি থেকে আলেকজান্ডার চুচালিনের পদত্যাগ আন্তর্জাতিক দুনিয়ায় করোনা নিয়ে রাশিয়ার মুখ পোড়ালো সন্দেহ নেই।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টিকা আবিষ্কারের ঘোষণা করার পর থেকেই অবশ্য এর কার্যকারিতা নিয়ে সন্দিগ্ধ ছিল বিশ্ব।
বিশেষ করে চূড়ান্ত স্তরের পরীক্ষা ছাড়াই টিকায় রাশিয়ার ছাড়পত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা।
আলেকজান্ডার চুচালিনের ইস্তফায় সেই সন্দেহেই সিলমোহর পড়ল বলে মনে করা হচ্ছে।
চুচালিনের বিদ্রোহ নিয়ে অবশ্য রাশিয়া এখনও সরকারিভাবে কোন প্রতিক্রিয়া জানায়নি।

Share.
Leave A Reply

Exit mobile version