কলকাতা ব্যুরো : মার্চ মাস থেকে স্কুল বন্ধ রয়েছে। তারপরে স্কুলের দরজা আর খোলেনি। পড়াশোনাও প্রায় শিকেয় উঠেছে। তাই বাধ্য হয়েই মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানিয়ে দেওয়া হল এ বছর আর কোন মূল্যায়ন হবে না। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা মূল্যায়ন ছাড়াই ক্লাসে উঠে যেতে পারবেন। সোমবার রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে এমনই নির্দেশিকা জারি করলেন মধ্যশিক্ষা পর্ষদ।
ক্লাস শুরু হচ্ছে জানুয়ারি মাস থেকে। পরবর্তী শিক্ষাবর্ষে ভর্তি এখনই শুরু হয়ে গিয়েছে। স্কুল গুলিতে ছাত্র-ছাত্রীদেরকে ওঠানো হবে কীভাবে সে নিয়ে উৎকণ্ঠায় ছিলেন শিক্ষক-শিক্ষিকারা। আজ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেয়া হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত কোন মূল্যায়ন ছাড়াই ছাত্র-ছাত্রীদের পরবর্তী ক্লাসে উঠিয়ে দেওয়া হবে। বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু যখনই স্কুল খুলবে তখন আগের ক্লাসের সিলেবাস শেষ করবে তারপর নতুন ক্লাসের সিলেবাস শুরু করতে হবে। তবে একই সঙ্গে স্কুলগুলোকে ছাত্র-ছাত্রীদের জন্য মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিতে বলা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে মাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের এবছর কোন সিলেকশন টেস্ট হবে না। কিন্তু স্কুলগুলোকে অনুরোধ করা হয়েছে ২০২১ এর মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের প্রস্তুত করাতে। প্রয়োজন হলে স্কুলগুলি মক টেস্ট নিতে পারে।
ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সিদ্ধান্তের কথা জানালেও পর্ষদের পক্ষ থেকে এখনও মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি জানানো হয়নি। কতটা সিলেবাস এর উপরে এই দুই বোর্ডের পরীক্ষা হবে সে বিষয়ে রাজ্য তার অবস্থান স্পষ্ট করেছে। কিন্তু কখন কোন সময় পরীক্ষা হবে সে সম্পর্কে এখনো কোনো সুনির্দিষ্ট ভাবে তারিখ ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর এবারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুন মাসেই হতে চলেছে।