কলকাতা ব্যুরো: নিজাম প্যালেস থেকে বেরোলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী৷ বৃহস্পতিবার টানা তিনঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷ বৃহস্পতিবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ নিজাম প্যালেস ঢোকেন পরেশ অধিকারী৷ ঠিক রাত সাড়ে ১০টার পর নিজাম প্যালেস ছেড়ে বেরোন তিনি৷ এরপর তিনি সোজা এমএলএ হস্টেলে যান। 

তবে তাঁকে আবারও তলব করা হয়েছে কিনা সেবিষয়ে কোনও তথ্য মেলেনি। সূত্রের খবর, এদিন দু দফায় তাঁকে জেরা করা হয় বলে খবর। পরেশ অধিকারীর সমস্ত বয়ান রেকর্ড করা হয়েছে বলে খবর।

এদিন জিজ্ঞসাবাদ পর্বে মূলত পরেশ অধিকারীকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় খুঁটিনাটি নিয়ে প্রশ্ন করা হয়। মূলত তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর নিয়োগ নিয়ে প্রশ্ন করা হয়। অনুমান, ফের সিবিআইয়ের সামনে হাজিরা দিতে হতে পারে শিক্ষা প্রতিমন্ত্রীকে।

পরেশের বিরুদ্ধে অভিযোগ, অবৈধভাবে মেয়ের স্কুলে চাকরি পাওয়ার ব্যাপারে তিনি প্রভাব খাটিয়েছেন। অবৈধ নিয়োগ মামলায় আবেদনকারী ববিতা সরকারের অভিযোগ, তাঁকে টপকে অঙ্কিতাকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে৷ মঙ্গলবার আদালতে এই সম্পর্কিত তথ্য জানিয়েছিলেন এসএসসির পদত্যাগী চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার৷ তারপরই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই দিন রাত ৮টায় সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেন৷ সেই সময় পরেশ অধিকারী নির্বাচর্নী কেন্দ্র মেখলিগঞ্জে ছিলেন৷ তাই সিবিআই দফতরে হাজিরা দিতে পারেননি৷

আদালতের নির্দেশের পর মঙ্গলবার জলপাইগুড়ি থেকে মেয়ে অঙ্কিতাকে নিয়ে পদাতিক এক্সপ্রেসে চাপেন৷ কিন্তু বুধবার ভোররাতে মেয়েকে নিয়ে তাঁকে বর্ধমান স্টেশন নামতে দেখা যায়৷ তারপর থেকে আর হদিশ মিলছিল না তাঁর৷ প্রায় ৩৬ ঘণ্টা ‘নিখোঁজ’ থাকার পর জানা যায় তিনি উত্তরবঙ্গে আছেন৷ এদিন বিকালে বাগডোগরা থেকে বিমানে কলকাতা বিমানবন্দর নামেন৷ জানা গিয়েছে, আজ তিনি এমএলএ হোস্টেলে থাকবেন৷

Share.
Leave A Reply

Exit mobile version