Mainak sharma
(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)
Contact 8759689108

ইতিবাচক দুই দিনের লাভ তুলতে আজ আবার নিচে নামে শেয়ার বাজার। ১৪১৬.৩০ পয়েন্ট নীচে নামে sensex ৫২,৭৯২.২৩ র ঘরে। একলাফে ৪৩৯.৯০ পয়েন্টে নেমে আসে Nifty।

আজ গ্যাপ ডাউন দিয়েই শুরু হয় বাজার। পরে নিচের দিকেই নামতে থাকে দুই সূচক। একদিনের সর্বোচ্চ ৫২৬৭২ পয়েন্টে নীচে নেমে আসে বি এস ই sensex। অন্যদিকে একদিনের ১৫৭৭৫ র সর্বোচ্চ নীচে নেমে আসে নিফটি।

গত দুই দিনে বিনিয়োগকারীরা ৬,৫৮,২৫৭ কোটি টাকা হারিয়েছে। যার কারন BSE তালিকাভুক্ত কোম্পানিগুলির বাজার মূলধন ১৯ মে ২,৫৫,৭৭,৪৪৫ কোটি টাকা থেকে ১৮ই মে ২,৪৯,১৯,১৮৮ কোটি টাকায় নেমে এসেছে৷

তবে একদিনে সর্বোচ্চ ১৫৭৭৫ র ঘরে নীচে নামলেও নিফটি তার ১৫৭০০ র সাপোর্ট জোন কে ছুঁয়ে আর্ নীচে নেমে আসেনি। তবে কাল আরো নিচে নেমে এলে আসতে পারে পরবর্তী ১৫৪০০ র সাপোর্ট এলাকায়।

বিনিয়োগকারীর জন্য, যতক্ষণ পর্যন্ত সূচকটি ১৫,৯০০-এর নিচে ট্রেড করছে, ততক্ষন শর্ট অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং একই নীচে, এটি ১৫৭০০-এর স্তর থেকে উপরের দিকে ঘুরে যেতে পারে বা পুনরায় উল্টো দিকে, ১৫৯০০ এর উপরে, নিফটি ১৬০০০-১৬১০০ পর্যন্ত যেতে পারে।

নজরে থাকবে Havells ও এক্সাইড ব্যাটারি।

Share.
Leave A Reply

Exit mobile version