কলকাতা ব্যুরো: দুর্গাপুজোয় এবার সল্টলেকে গভীর রাত পর্যন্ত মেট্রো মিলবে। পুজোর এক মাস বাকি থাকতেই সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ অবধি মেট্রো চলাচলের সময়সীমা ঘোষণা করে দিল। সপ্তমী, অষ্টমী ও নবমী মেট্রো চলবে ৭২ টি। এর মধ্যে আপ লাইনে মেট্রো চলবে সকাল ১১: ৫৫ থেকে রাত ১১:৩৫ পর্যন্ত। প্রতি ২০ মিনিট অন্তর ৩৬ টি ট্রেন চলবে।

অন্যদিকে ডাউন লাইনে মেট্রো চলবে দুপুর ১২ টা থেকে রাত ১১:৪০ পর্যন্ত। প্রতি ২০ মিনিট অন্তর মেট্রো চলবে ৩৬ টি। পাশাপাশি দশমীর দিন মেট্রো চলবে মোট ৪৮ টি। আপ লাইনে মেট্রো চলবে সকাল ১১:৫৫ থেকে সন্ধ্যা ৭: ৩৫ মিনিট পর্যন্ত । ২০ মিনিট অন্তর মেট্রো চলবে। ডাউন লাইনে মেট্রো চলবে দুপুর ১২:০০ থেকে সন্ধ্যা ৭:৪০ পর্যন্ত। ২০ মিনিট অন্তর মেট্রো চলবে ২৪ টি।

মেট্রো কর্তৃপক্ষ মনে করছে পুজোর সময় মেট্রো চালিয়ে একদিকে যেমন যাত্রী হবে। তেমনই মানুষের যাতায়াতেও সুবিধা হবে।পুজোর কেনাকেটা করার যাতায়াতের জন্য ভরসা হচ্ছে মেট্রো রেল। তাই প্রি-পুজা শপিং ব্যবস্থার জন্য বাড়ানো হল শনিবার ও রবিবার মেট্রোর সংখ্যা।

এখন শনিবার মেট্রো চলে ২৩৪ টি। সেই সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে ২৮২ টি। আপ ও ডাউনে মেট্রো চলবে ১৪১ টি করে। অন্যদিকে রবিবার মেট্রো চলে ১৩০ টি করে। এখন পুজোর আগের রবিবার মেট্রো চলবে ১৬৪ টি। আপ ও ডাউনে মেট্রো চলবে ৮২ টি করে।

আগামী ৩ সেপ্টেম্বর থেকে আগামী ২৫ সেপ্টেম্বর অবধি এই প্রি-পুজো শপিং উপলক্ষে চলবে এই সংখ্যক মেট্রো।

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, গড়িয়াহাট, শ্যামবাজার, বড়বাজার, নিউ মার্কেট এলাকায় যে পরিমাণ মানুষের ভিড় হয় শনি-রবিবার পুজোর আগে, তার একটা বড় অংশ মেট্রো রেলের ওপর নির্ভরশীল। আমরা তাঁদের যাতায়াতের সুবিধার জন্য এই মেট্রোর সংখ্যা বাড়ানো হল।

Share.
Leave A Reply

Exit mobile version