কলকাতা ব্যুরো: প্রায় সাত মাস ধরে করোনার ভয় ঘরে কাটানোর পর যারা পরিবহন ব্যবস্থা একটু স্বাভাবিক হওয়ার মুখে আসতেই বেরিয়ে পড়েছেন বাক্স-পেটরা গুছিয়ে, তাদের জন্য এখন সুখবর পাহাড়ি এলাকা গুলিতে। তাপমাত্রা এতটাই নিচের দিকে নামছে যে চারিদিকে বরফের পাহাড় জম্মু ও কাশ্মীরই নয়, হিমাচল প্রদেশ থেকে উত্তরাখণ্ড হয়ে সিকিম পর্যন্ত এখন বরফের মেলা। ফলে একদিকে পর্যটকদের ভিড় কম, তারমধ্যে যারা করোনা ভয় রেখেও বেরিয়ে পড়ে এইসব জায়গায় পৌঁছাতে পেরেছেন, তাদের এখন আনন্দ আর ধরে না।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবারে তাপমাত্রা আরও নামবে। ফলে সিকিম থেকে হিমাচল আরো ঢাকা পড়বে বরফে। এমনিতেই দিল্লির তাপমাত্রা রবিবার ১১.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। তাপমাত্রা ক্রমশ নিচের দিকে যাচ্ছে হরিয়ানা, পাঞ্জাবের মত রাজ্যগুলিতে, সেখানে তাপমাত্রা নেমে গিয়েছে ১২ র কাছাকাছি। আর সব মিলিয়ে পাহাড়ি এলাকা গুলোতে এখন এক সংখ্যায় ঘুরছে নিম্ন তাপমাত্রা।


কল্যাণীর বাসিন্দা বুবাই দত্ত বা শ্রীরামপুরের সায়ন্তন মুখোপাধ্যায়– সিকিমে গিয়েই তাদের পরিচয়। মূলত দুই ফ্যামিলি এখন একাত্ম নতুন বন্ধুর সঙ্গে বরফের পাহাড়ে। মানালি ম্যালে এখন বসে থাকলেই পাওয়া যাচ্ছে বরফ বৃষ্টি। কিন্নর কৈলাসে চোখ ফেরানো যাচ্ছে না। একই অবস্থা নৈনিতাল থেকে আরেকটু এগুলিই। চারিদিকে যেন প্রকৃতির বরফের চাদর বিছিয়ে দিয়েছে। আর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে, এখনো যারা বেরিয়ে পড়েননি তাদের যদি বরফে গড়াগড়ি খেতে হয় বা কাটাতে হয় বরফের মধ্যে, তাহলে আগামী সপ্তাহ তাদের জন্য যথেষ্ট অনুকূল হতে পারে।

Share.
Leave A Reply

Exit mobile version