কলকাতা ব্যুরো: স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তির আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে এই প্রথম তিনি জাতির উদ্দেশে বার্তা দিলেন। রবিবার নিজের ভাষণের শুরুতেই তিনি ভারতের সমস্ত মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। বলেন, স্বাধীনতা দিবসের আগে দেশ এবং বিদেশের সমস্ত ভারতীয়দের আমার শুভেচ্ছা। ১৯৪৭ সালের ১৫ অগস্ট ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে কিভাবে ভারত স্বাধীনতা অর্জন করেছিল।

তবে, শুধু অতীতচারণ নয়, এরপরেই ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। বলেন, দেশ কীভাবে করোনা ভাইরাসের সঙ্গে গত কয়েকবছর ধরে লড়াই চালিয়েছে। তিনি ভাষণের মাধ্যমে দেশের করোনা যোদ্ধাদের ধন্যবাদ জানান। এছাড়াও তিনি জানান, দেশীয় প্রযুক্তিতে করোনা টিকা তৈরি করে দেশ ২০০ কোটি ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করেছে। বিশ্বের অনেক দেশের তুলনায় ভারত করোনা মোকাবিলায় ভালো কাজ করেছে বলেও জানান তিনি। একই সঙ্গে এই তিকা অভিজানে সামিল হওয়ার জন্য দেশবাসীকেও ধন্যবাদ জানান তিনি।

করোনা পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক বিষয় নিয়ে তিনি বলেন, বিশ্ব যখন বড় অর্থনৈতিক সঙ্কটের সঙ্গে লড়াই করছে, তখন ভারত হাতে হাত মিলিয়ে কাজ করেছে এবং এগিয়ে যাচ্ছে। তিনি জানান, দেশ অনেক উন্নত হয়েছে। লিঙ্গ বৈষম্য কমছে এবং নারীরা এগিয়ে যাচ্ছে। দেশের ভবিষ্যৎ লুকিয়ে আছে মেয়েদের মধ্যে। তারা পুরানো তথাকথিত ধ্যানধারণা ভেঙে এগিয়ে যাচ্ছে। যে কারণে দেশ আরও উন্নতির পথে এগোচ্ছে। এদিন তিনি কেন্দ্রীয় সরকারের ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির প্রশংসা করে বলেন, এই কর্মসূচির মাধ্যমে দেশের প্রতিটি ঘরে যে ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে তা নিয়ে গর্ববোধ করছেন তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version