কলকাতা ব্যুরো: কবি তীর্থ চুরুলিয়ার সবুজ সংঘের উদ্যোগে চুরুলিয়া নজরুল বিদ্যাপিঠ ময়দানে অনুষ্ঠিত হল তৃতীয় বর্ষ মহিলা কবাডি প্রতিযোগিতা। পূর্ব ও পশ্চিম বর্ধমানের একটি আদিবাসি দল সহ মোট আটটি দল এই প্রতিযোগীতায় অংশ নেয়।

ফাইনালে ১৯-০৭ পয়েন্টে দূর্গাপুর কবাডি দলকে হারিয়ে অযোধ্যা বনকাঠি কবাডি দল জয়ী হয়। ম্যান অফ দ্য ম্যাচ হন দূর্গাপুরের দোলন দেবনাথ। ম্যান অফ দ্য টুর্ণামেন্ট হন অযোধ্যা বনকাঠি কবাডি দলের বর্ণালী বাগচী। সবুজ সংঘের সম্পাদক বিদ্যূৎ কাজী বলেন, কবি নজরুলের সৃষ্টিতে নারী প্রগতির সমর্থন রয়েছে। তাই কবির ভিটায় মহিলা কবাডি প্রতিযোগিতার যথেষ্ট গুরুত্ব রয়েছে।
প্রতিযোগিতার অন্যতম সংগঠক দীপু কাজী জানান, চুরুলিয়ার বুকে রাজ্য স্তরের মহিলা কবাডি প্রশিক্ষন শিবির করার পরিকল্না রয়েছে আমাদের। এই মহিলা কবাডি প্রতিযোগিতায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিডিও কৃশানু রায়।

Share.
Leave A Reply

Exit mobile version