কলকাতা ব্যুরো: (ছবি-সামাজিক মাধ্যম) গভীর রাতে এক মহিলার চিৎকার শুনে তাকে বাঁচাতে গিয়ে অভিযুক্ত ব্যক্তির গাড়ির ধাক্কায় জখম নীলাঞ্জনা চট্টোপাধ্যায়ের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিল রাজ্য সরকার। মঙ্গলবার কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা ফোনে কথা বলেন নীলাঞ্জনার সঙ্গে।

তিনি সেদিন গাড়ির ধাক্কায় জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি নীলাঞ্জনার সাহসী পদক্ষেপের প্রশংসা করেন। প্রয়োজনে কলকাতা পুলিশের তরফে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন।

একইসঙ্গে তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পদক্ষেপের জন্য প্রশংসা করেছেন। রাজ্য সরকার চিকিৎসার দায়িত্ব নিচ্ছে বলেও সিপির মাধ্যমে জানানো হয়।
এদিন পুলিশ কমিশনার কথা বলেন নীলাঞ্জনার স্বামীর সঙ্গেও। সেদিন গভীর রাতে ১০০ নাম্বারে ডায়াল করার পর যেভাবে পুলিশ দ্রুততার সঙ্গে পদক্ষেপ করেছে তাতে কমিশনারকে সাধুবাদ জানান তিনি।

সেদিনের ঘটনায় যে পুলিশকর্মীরা দায়িত্ব নিয়ে ব্যবস্থা নিয়েছিলেন তাদের আজ সম্মানিত করা হবে বলে জানানো হয়েছে লালবাজারের তরফে।

Share.
Leave A Reply

Exit mobile version