কলকাতা ব্যুরো: শনিবার রাতে উত্তর পশ্চিম দিল্লি থেকে দুই খালিস্তানি জঙ্গিকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। তাদের নাম ভুপিনদার সিং এবং কুলওয়ান্ত সিং। তারা লুধিয়ানার বাসিন্দা বলে জানা গিয়েছে। দুজনই আইএসআই সমর্থনপুষ্ট খালিস্তানি জঙ্গি সংগঠন বাব্বর খালসার জঙ্গি বলে জানা গিয়েছে।

তাদের কাছ থেকে নয়টি পিস্তল, ৪৫ রাউন্ড কার্তুজ এবং দুটি এন্দ্যয়েড ফোন বাজেয়াপ্ত করেছে দিল্লি পুলিশ।

Share.
Leave A Reply

Exit mobile version