কলকাতা ব্যুরো: আবার শুট আউট ব্যারাকপুরে। রবিবার সন্ধ্যায় দুষ্কৃতীদের গুলিতে খুন হয়ে গেলেন ব্যারাকপুর এলাকার বিজেপির নেতা মণীশ শুক্লা। দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে থাকার পর গত লোকসভা ভোটের পর তিনি অর্জুন সিং এর হাত ধরে বিজেপিতে নাম লেখান।
এদিন সন্ধ্যায় টিটাগর থানার কাছেই দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে গুলি চালায়। তাকে লক্ষ্য করে ১২ টি গুলি করে দুষ্কৃতীরা। তার মধ্যে চারটি গুলি লাগে তার শরীরে। আশঙ্কাজনক অবস্থায় বাইপাসের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই তার মৃত্যু হয়।
মণীশ শুক্লা খুনের পরে আবার এই শিল্পাঞ্চলে বড় রাজনৈতিক সংঘর্ষের আশঙ্কা করছে পুলিশ। রাত থেকেই শিল্পাঞ্চলে বাড়তি পুলিশ বাহিনী রাস্তায় নামানো হয়েছে।
সুক্লাকে খুনের প্রতিবাদে সোমবার ১২ ঘণ্টা ব্যারাকপুর শিল্পাঞ্চলে বন্ধের ডাক দিয়েছে বিজেপি। একসময় সিপিএমের সঙ্গে থাকা মণীশ শুক্লার বিরুদ্ধে পুলিশের খাতায় বেশ কিছু অভিযোগ ছিল। পরে তৃণমূল ক্ষমতায় আসার পর তিনি হয়ে ওঠেন ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের অন্যতম হাতিয়ার। গত লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী দীনেশ ত্রিবেদীকে হারিয়ে অর্জুন সিং ব্যারাকপুর লোকসভা দখল করার পর তিনি চলে যান তার সঙ্গে। এবার তার খুনের পর আবার ব্যারাকপুরের রাজনীতিতে নতুন গোলমালের আশঙ্কা করছে পুলিশ।
Related Posts
Add A Comment