কলকাতা ব্যুরো: দু’বছর পর ফের ধর্মতলায় ফিরল তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের কর্মসূচি। লক্ষ-লক্ষ কর্মী-সমর্থকদের সামনে প্রত্যাশিতভাবেই বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কাকতালীয়ভাবে ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচি চলাকালীন প্রতিবারই বৃষ্টি হয়। এবারও হয়েছে। বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ভাষণ দিচ্ছিলেন, তখন মুষলধারে বৃষ্টি নামে ধর্মতলায়। অভিষেকের ভাষণ শেষ হওয়ার পর বৃষ্টি অনেকটা কমে যায়। মমতা (Mamata Banerjee) যখন বলতে ওঠেন, তখন বৃষ্টি থেমে রোদের আলো দেখতে পাওয়া যায়।

ঠিক সেই সময়, অর্থাৎ বেলা ১২টা ৫২ মিনিটে ভাষণ শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বক্তব্যের শুরুতেই বৃষ্টির প্রসঙ্গ টানেন তিনি। দলনেত্রী বলেন, মানুষের বৃষ্টি ২৪-এ বিজেপিকে ভারত থেকে ভাসিয়ে নিয়ে যাবে। মমতার আরও দাবি, আমাদের মেরুদণ্ড সোজা, ওদের মেরুদণ্ড বাঁকা। আমরা মাথা উঁচু করে চলি। ইডি, সিবিআই ওদের মেরুদণ্ড।

In the days to come, huge employment opportunities are coming to Bengal. Be it Deucha Pachami, Tajpur Port, IT, or Dankuni Freight Corridor; we are progressing by leaps and bounds. – Hon’ble Chairperson Mamata Banerjee #ShahidDibas

Posted by All India Trinamool Congress on Thursday, July 21, 2022

বিজেপি সব জায়গায় সরকার ভাঙছে বলেও এদিন অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। তিনি বলেন, বিজেপি সব জায়গায় সরকার ভাঙছে, এটাই ওদের কাজ। বাংলায় আমাদের অনেকভাবে ভাঙতে চেষ্টা করেছিল কিন্তু পারেনি। বেকারত্ব নিয়েও কেন্দ্রের মোদি সরকারকে বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দেশে বেকারত্ব বাড়লেও বাংলায় তা কমেছে বলে তিনি দাবি করেছেন। সব প্রতিষ্ঠানও বিজেপির সরকার নষ্ট করে দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

In the days to come huge employment opportunities are coming to Bengal. Be it Deucha Pachami, Tajpur Port, IT, or Dankuni Freight Corridor; we are progressing by leaps and bounds. – Hon’ble Chairperson Mamata Banerjee #ShahidDibas

Posted by All India Trinamool Congress on Thursday, July 21, 2022

এছাড়া জিএসটি নিয়েও একুশের শহিদ দিবসের মঞ্চ থেকে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মমতা (Mamata Banerjee)৷ অগ্নিপথ নিয়েও সমালোচনা করেন ৷ সেনাবাহিনীকে প্রকৃত সম্মান করা উচিত বলেও তিনি দাবি করেছেন ৷ বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করারও অভিযোগ তুলেছেন তিনি ৷ তবে উল্লেখযোগ্যভাবে বৃহস্পতিবার তৃণমূলের শহিদ সমাবেশের মঞ্চ থেকে গোটা আগস্ট মাসের কর্মসূচি স্থির করে দিলেন দলনেত্রী।

The Trinamool Congress Government under the visionary leadership of Hon'ble Chairperson Mamata Banerjee has seen immense progress and development. In the days to come we shall ensure that this journey of GOOD GOVERNANCE remains unhindered. #ShahidDibas

Posted by All India Trinamool Congress on Thursday, July 21, 2022

একনজরে কর্মসূচী

৯ আগস্ট: বিশ্ব আদিবাসী দিবস। তাই ওইদিন ব্লকে ব্লকে মিছিল করার নির্দেশ। তবে ওইদিনই মহরম। তাই আদিবাসী দিবসের মিছিল সকাল ১০টা থেকে ১১টার মধ্যে শেষ করতে হবে। কারণ, দুপুর ১টার পর থেকে মহরমের তাজিয়া বেরোয়। তাই কোনওভাবে যাতে দু’টি পৃথক মিছিলে যাতে কোনও সংঘাত না হয়, সেদিকে খেয়াল রাখার নির্দেশ দলনেত্রীর।
১৪ আগস্ট: ফ্রিডম অ্যাট মিড নাইট পালনের বার্তা দলনেত্রীর। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এলাকায় দেশাত্মবোধক অনুষ্ঠান আয়োজনের নির্দেশ।
১৫ আগস্ট: স্বাধীনতা দিবসে সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়ে বাড়িতে বাড়িতে পতাকা উত্তোলন করবেন কর্মীরা।
২২ আগস্ট: দুর্গাপুজোর আগে নিরাপত্তা নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক।
২৮ আগস্ট: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস।
২৯ আগস্ট: রবিবার হওয়ায় ২৮ আগস্ট এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন হবে না। পরিবর্তে ২৯ আগস্ট গান্ধীমূর্তির পাদদেশে দুপুর ১টা থেকে শুরু হবে অনুষ্ঠান।
১ সেপ্টেম্বর: দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। তাই কলকাতায় বর্ণময় মিছিল করা হবে। ব্লকে ব্লকে মিছিল করার নির্দেশ দলীয় কর্মী-সমর্থকদের।
৫ সেপ্টেম্বর: শিক্ষক দিবসে শিক্ষকদের সম্মান জানানোর নির্দেশ।

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আরও জানান, তবে দুর্গাপুজোর পর কী কী পরবর্তী পরিকল্পনা রয়েছে, তা স্থির হবে পরে। তৃণমূল শৃঙ্খলাবদ্ধ দল তাই কমিটির নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করতে হবে কর্মীদের।

Trinamool Congress has always kept GOOD GOVERNANCE at the helm. We will ensure that you have access to all welfare schemes and measures. – Hon’ble Chairperson Mamata Banerjee Standing firmly by the people, Trinamool Congress shall march ahead! #ShahidDibas

Posted by All India Trinamool Congress on Thursday, July 21, 2022

পাশাপাশি এদিন দলীয় কর্মীদের জনসংযোগ রক্ষা করার বার্তা দেন দলনেত্রী। তিনি বলেন, আমি চাই আমার প্রত্যেক কর্মী হেঁটে এলাকায় ঘুরুন। সকলের সঙ্গে কথা বলুন। দেখা করুন। চায়ের দোকানে বসুন। কাউকে চা খাওয়ান। তবে চা বিক্রেতাকে টাকা দিতে ভুলবেন না।

Share.
Leave A Reply

Exit mobile version