কলকাতা ব্যুরো: রাজ্যে করোনা রোগীদের চিকিৎসা থেকে হাসপাতালে ভর্তি বা তাঁদের পরিবারের সঙ্গে খবরাখবর জানানো নিয়ে বিতর্ক রাজ্যের পিছু ছাড়ছে না। কোনো রোগীকে একবার সরকারি হাসপাতালে ভর্তি করা হলে তাঁদের কোনও খবর পরিবার ঠিক মতো পান না বলে অভিযোগ শুনতে হয় সরকারকে। এনেকক্ষেত্রে চিকিৎসকদের দিনে একবার বা দু’বার রোগীর পরিবারের সঙ্গে কথা বলার নির্দেশ থাকলেও বাস্তবে তা না মানা হয় না বলে অভিযোগ।

সেই অভিযোগের মুখ বন্ধ করতে এবার একেবারে জনসমক্ষেই রোগীর খবর পরিবারকে দেওয়ার পথ বাঁছলো সরকার। পোশাকি ভাষায় যার নাম দেওয়া হলো, কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সোমবার নবান্নে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ থেকে প্রথম পর্যায়ে বাঙ্গুর, কলকাতা মেডিক্যাল কলেজ ও অন্য একটি হাসপাতালে ভর্তি রোগীর পরিবারকে এই সুবিধা দেওয়া শুরু হলো। আগামী সপ্তাহের মধ্যে রাজ্যে কোভিড চিকিৎসার ৮৪ টি হাসপাতালকেই এই সুযোগের আওতায় আনা হবে বলে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন। এই তথ্য জানার জন্য ওয়েব সাইটে গিয়ে পেসেন্টের বিবরণ লিখে দিলে তার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।

Share.
Leave A Reply

Exit mobile version