কলকাতা ব্যুরো: আবগারি কেলেঙ্কারি কাণ্ডে আরও চাপে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। এবার তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জানা গিয়েছে, সিসোদিয়া-সহ মোট ১৩ জনের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। এই লুক-আউট নোটিস অগ্রাহ্য করে বিদেশ যাওয়ার চেষ্টা করলে সিসোদিয়াকে আটক করা হতে পারে বলেও খবর। এই মামলায় সিবিআই যে FIR দায়ের করেছে, তাতে ১৫ জনের নাম থাকলেও মূল অভিযুক্ত সিসোদিয়াই, এমনটাই মত সিবিআইয়ের।

গত মাসে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা দিল্লির নয়া আবগারি নীতি নিয়ে সিবিআই তদন্তের সুপারিশ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই সিবিআই মণীশ সিসোদিয়ার বাসভবন-সহ ৩১টি স্থানে অভিযান চালায় সিবিআই। প্রায় ১৫ ঘণ্টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি চালায়। এরপরই ১২ আইএএস আধিকারিককে বদলির নির্দেশ দিয়েছেন উপরাজ‌্যপাল। পাঁচ অভিযুক্তর বয়ান নথিভুক্ত করা হয়।

শনিবার সকালে সাংবাদিক বৈঠক করে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সিসোদিয়া। গ্রেপ্তারির আশঙ্কা প্রকাশ করলেও তাতে তিনি ভয় পান না বলেও দাবি করেছেন।

Share.
Leave A Reply

Exit mobile version