কলকাতা ব্যুরো: বিজেপির নবান্ন অভিযানের দিনক্ষণ পরিবর্তনের সম্ভাবনা। আদিবাসী করম উৎসবের কথা মাথায় রেখেই পিছনো হতে পারে নবান্ন অভিযান। সূত্র মারফত এমনটাই খবর মিলেছে। সোমবার, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য বিজেপি নেতৃত্ব।

তবে ৭ সেপ্টেম্বর দিন পরিবর্তন হলেও দ্বিতীয় সপ্তাহে হতে পারে বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি। ১১ অগাস্ট গরু পাচার কাণ্ড সিবিআই-এর হাতে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পরদিনই ধর্মতলায় দলের ধরনা মঞ্চ থেকে ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযানের দিন ঘোষণা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

যদিও বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে জল্পনা। দিন পরিবর্তন হওয়ায়, অনেকেই এই বিষয়টি নিয়ে অনিশ্চিত। এই কর্মসূচিকে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ওসব গ্যাস বেলুন ফাটিয়ে কী হবে? গ্যাস তো শুধু মুখেই। প্রযুক্তিগত কারণে যদি একদিন নেট অফ থাকে, তাহলে বিরোধী বলে কিছু থাকবে না। মাটির ওপর তো দাঁড়িয়ে নেই। লোক নেই, সংগঠন নেই, গোষ্ঠীবাদীতে জীর্ণ, তারা নাকি ডাকছে নবান্ন অভিযান! চূড়ান্ত ফ্লপ হবে। ভেবে নিজেরাই গুটিয়ে নিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version