কলকাতা ব্যুরো: প্রয়াত হরিয়ানার বিজেপি নেত্রী ও বিগ বস খ্যাত অভিনেত্রী সোনালি ফোগাট। সোমবার রাতেই গোয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, সহকর্মীদের নিয়ে তিনি সম্প্রতি গোয়ায় গিয়েছিলেন। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে সোনালির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার পরিজন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। টিক-টক তারকা হিসেবে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছিলেন অভিনেত্রী। তাঁর অকাল মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে তাঁর অনুরাগীদের মধ্যে।

হরিয়ানার ফতেহবাদের ভুথান গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম সোনালির। সেখানেই তাঁর বেড়ে ওঠা। চিনা অ্যাপ টিকটকে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। অভিনয় জীবনের বাইরে বেরিয়ে পা রাখেন রাজনীতিতেও। রাজনীতিতে ধীরে ধীরে নিজের প্রভাব বিস্তার করছিলেন নেত্রী। ২০১৯ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সোনালি। হরিয়ানার আদমপুর বিধানসভা আসনে কুলদীপ বিষ্ণোইয়ের বিরুদ্ধে লড়েছিলেন তিনি। তবে কুলদীপের কাছে হেরে যান তিনি। তাঁর রাজনৈতিক জীবনের পাশাপাশি অভিনয় জগতেও বেশ সুনাম কুড়িয়েছিলেন সোনালি ফোগাট। ২০২০ সালের বিগ বস ১৪ তিনি ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে ঢুকেছিলেন। টিকটকেও তাঁর অনুগামীদের সংখ্যা অনেক। তিনি টেলিভিশনে প্রথম পা রাখেন ২০০৬ সালে। দূরদর্শনে সেই সময় হরিণাভি নামের শোয়ে সঞ্চালনা করেছিলেন তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version