কলকাতা ব্যুরো: ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। সোমবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের কাটরায় কম্পন অনুভূত হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গিয়েছে, সোমবার রাত ২টো ২০ মিনিট নাগাদ কাটরা ও আশপাশের এলাকায় এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৯। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে। একই সঙ্গে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল কাটরা। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল কাটরা থেকে প্রায় ৬১ কিলোমিটার পূর্বে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, সোমবার রাজস্থানের বিকানেরে অনুভূত হয় কম্পন। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, রবিবার গভীর রাতে বিকানেরে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.১।

Share.
Leave A Reply

Exit mobile version