কলকাতা ব্যুরো: সাম্প্রতিক অতীতে একাধিক ঘটনায় সামনে এসেছে কলকাতা মেট্রো রেলের অগ্নি নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির দিকগুলো। সেই দুর্বলতা কাটাতে এবার অগ্নি নির্বাপন ব্যবস্থাকে শক্তিশালী করছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

মেট্রো সূত্রে জানা গিয়েছে কেনা হয়েছে ৫০০ টি অগ্নি নির্বাপন যন্ত্র। এছাড়াও লক ডাউনের সময়ে বাতি লাগানো ১০০ টি হেলমেট এবং ১০০ টি ফুল ফেস মাস্ক ও কেনা হয়েছে। শুধু তাই নয়, মেট্রোর কর্মীদেরও দেওয়া হচ্ছে এবিষয়ে প্রশিক্ষণ।

কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে, তাদের দুশোর বেশি কর্মীকে ইতিমধ্যে প্রশিক্ষণ শেষ হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version