কলকাতা ব্যুরো : কয়েকদিন ধরে জল্পনা চলছিল সৌরভ গাঙ্গুলিকে মুখ্যমন্ত্রী মুখ করে বিধানসভায় লড়তে পারে বিজেপি। সৌরভ রাজ্য সকারের কাছে স্কুলের জমি ফেরত দেওয়ার ফলে সে জল্পনা আরো বেড়ে যায় রাজনৈতিক মহলে। কিন্তু সব জল্পনায় জল ঢেলে আজ পোড় খাওয়া বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গী জানিয়ে দিলেন আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর নাম আগাম ঘোষণা করবে না দল।

কৈলাশ বিজয়বর্গীর বক্তব্য বাংলায় তৃণমূলকে বধ করতে প্রধানমন্ত্রীর উন্ননকেই হাতিয়ার করবে গেরুয়া শিবির। তিনি জানান, যদি নির্বাচনে জিতে ক্ষমতায় আসে বিজেপি, তখনই তারা মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবে। তিনি আরও বলেন, এখনও যা সিদ্ধান্ত আমরা কাউকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরবো না। এই মুহূর্তে আমাদের লক্ষ্য, ২২০ – ২৩০ টা আসন জয় করা। তারপর কেন্দ্রিয় নেতৃত্বের সঙ্গে পরামর্শ করে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।

উত্তরপ্রদেশেও অবশ্য একই কৌশল নিয়েছিলো ভাজপা। দল জয়ী হবার পরে যোগী আদিত্যানাথকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করে দল। কেন্দ্রে অবশ্য নরেন্দ্র মোদিকে সামনে রেখেই নির্বাচনী বৈতরণী পেরিয়েছে গেরুয়া শিবির বরং বিরোধীরা আগাম কাউকে প্রধানমন্ত্রী হিসেবে তুলে না-ধরায় তার সমালোচনাও করেছিল বিজেপি।

Share.
Leave A Reply

Exit mobile version