কলকাতা ব্যুরো: লোকাল ট্রেন এখনো বন্ধ। বাস চলছে নামমাত্র। এই অবস্থায় গত ছ’মাস ধরে শিয়ালদা মেন শাখায় নাগরিকদের অফিস বা ব্যবসা স্থলে কাজকর্ম শিকেয় ওঠার জোগাড় হয়েছিল। সেই সমস্যা কাটাতে এবার খড়দা থেকে কলকাতায় ফেরি পরিষেবা চালু করা হলো। শনিবার দিন পরীক্ষামূলকভাবে শুরু করা এই পরিষেবা, আপাতত ২২ সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে। তারপরে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

আপাতত খড়দা থেকে কলকাতা একপিঠ এর ভাড়া ধরা হয়েছে ৪০ টাকা। মূলত অফিস যাত্রীদের জন্য সকালে খড়দা থেকে ৮টা ৪৫ মিনিটে এবং ফিরতি পথে কলকাতার মিলেনিয়াম পার্ক জেটি থেকে বিকেল ৫টা ৪৫ মিনিটে লঞ্চ চালানো হবে। খড়দা এবং মিলেনিয়াম পার্কের মাঝে একমাত্র বাগবাজার ঘাটে ওই লঞ্চ দাঁড়াবে।প্রতি লঞ্চে দেড়শো থেকে দু’শো যাত্রী যাতায়াত করতে পারাবেন।

ইতিমধ্যে আরও বেশ কিছু জায়গা থেকে জলপথে কলকাতার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করেছে জলপথ পরিবহন নিগম। এখন চন্দননগর, শ্রীরামপুর, রিষড়া, শেওড়াফুলি কোন্নগর, তেলানিপাড়া ভদ্রশ্বর থেকে যাত্রীরা একটু সময় বেশি দিয়ে নিশ্চিন্তেই নদীপথে কলকাতায় কাজের জন্য আসছেন।

Share.
Leave A Reply

Exit mobile version