কলকাতা ব্যুরো– মরশুমের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে জয় ছিনিয়ে নিল কেকেআর। প্রথম ৩ ওভেরের মধ্যে হায়দ্রাবাদের যখন দুই উইকেট পড়ে যায়, তখনই খানিকটা মনোবল বেড়ে যায় নাইটদের। যদিও মনীশ পান্ডে ও জনি বেরস্টো খেলার গতি বাড়িয়ে দ্রুত রান তুলতে থাকলেও ৫৫ রানে প্যাট কামিন্সের বলে আউট হয়ে ফিরে যেতে হয় জনিকে। তার পর থেকে মনীশ পান্ডে মাঠে থাকলেও খেলার গতি তখন অনেকটাই পড়ে যায়। অনেক চেষ্টার পরেও শেষে ১০ রানে হেরে যেতে হয় সানরাইজার্সকে।

টসে জিতে হায়দ্রাবাদ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। 6 ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সের সংগ্রহ করে 50 রান কোনো উইকেট না হারিয়ে। কলকাতার স্টার ওপেনার শুভমন গিল ১৫ রানে আউট হয়ে গেলেও হাল ছাড়েনি নিতীশ রানা ৫৬ বলে ৮০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে দলের মোট রানকে একটা লড়াই করার মত জায়গায় নিয়ে যায়। এই কাজে রানাকে সঙ্গ দেন রাহুল ত্রিপাঠী। মাত্র ২৯ বল খেলে তিনি ৫৩ রান করেন। শেষবেলায় দীনেশ কার্তিকের ঝোড়ো ৯ বলে ২২ রানের ইনিংসের হাত ধরে নাইটরা ১৮৮ রানের মাইলস্টোন তৈরী করে হায়দ্রাবাদের সামনে।

পরে ব্যাট করতে নেমে বিধ্বংসী হয়ে ওঠার চেষ্টা করলেও নাইট বোলারদের কাছে হার মানতেই হয় ওয়ার্নারদের। ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭৭ রান করেন তাঁরা। কার্যতই প্রথম ম্যাচে জয় পেয়ে বেশ খানিকটা আনন্দিত ও স্বস্তিতে নাইট শিবির। ম্যাচের সেরা নিতীশ রাণা।

Share.
Leave A Reply

Exit mobile version